জুলাই ১১, ২০২৩ ২১:৩০ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুর-এর উদ্যোগে আজ (মঙ্গলবার) বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে পীরগাছা উপজেলার সৈয়দপুর নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুরের উপদেষ্টা অধ্যক্ষ এ. বি. এম. মিজানুর রহমান সাজু। 

আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুরের সভাপতি এ, টি, এম আতাউর রহমান রঞ্জু'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সৈয়দপুর নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মরিয়ম বেগম, সহকারী শিক্ষক অতুল চন্দ্র রায়, আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুরের সাধারণ সম্পাদক মাসুদ রানা খান, প্রচার সম্পাদক সেলিম রাজ ও সহ-প্রচার সম্পাদক শাহাবুল ইসলাম শাওনসহ অন্যান্যরা। 

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমান, সহকারী শিক্ষক লুৎফা বেগম, আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুরের সদস্য মো: দুলু মিয়া, মোঃ শাহ আলম, মোঃ ফিরোজ্জামান ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এ. বি. এম. মিজানুর রহমান সাজু বলেন, বিশ্বে উষ্ণতা অনেক বেড়ে গেছে। ফলে আবহাওয়াজনিত নানা দুর্যোগ সংঘঠিত হচ্ছে। এসব থেকে বাঁচার উপায় বৃক্ষ। তাই আমাদের উচিত, দেশের প্রতিটি ফাঁকা জায়গায় বৃক্ষ রোপন করা। আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুর বৃক্ষরোপনের এ কর্মসূচি হাতে নিয়ে একটি মহৎ কাজ করছে। 

 সৈয়দপুর নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মরিয়ম বেগম বলেন, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করায় আমরা আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুরকে ধন্যবাদ জানাই। এর ফলে বিদ্যালয়ের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি পরিবেশও ভালো থাকবে। তিনি এ ধরণের আরও কর্মসূচি নেয়ার জন্য ক্লাবটির প্রতি আহ্বান জানান। 

আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুরের সাধারণ সম্পাদক মাসুদ রানা খান বলেন, আমরা মূলত বেতার শ্রোতা। রেডিও অনুষ্ঠান শুনে আমরা সমাজে ভালো কাজ করতে অনুপ্রাণিত হয়েছি। রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে আমরা বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে অনুষ্ঠান শুনে আজকের কর্মসূচি হাতে নিতে উদ্বুদ্ধ হয়েছি। আশা করি, বেতার শ্রোতা হিসেবে এভাবে সমাজের জন্য কাজ করে যেতে পারব। 

সভাপতির ভাষণে আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুরের সভাপতি এ, টি, এম আতাউর রহমান রঞ্জু বলেন, গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমাদের জীবন ও পরিবেশকে নিরাপদ রাখতে পারে গাছ। তাই নিজেদের স্বার্থেই সবার গাছ লাগানো ও যত্ন নেযা উচিত। 

তিনি জানান, আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এতে সমাজের মানুষ একদিকে যেমন উপকৃত হবে, অন্যদিকে তারা রেডিও শোনার প্রতি আগ্রহী হবে। 

আলোচনা শেষে সৈয়দপুর নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেশকিছু চারা রোপন করা হয় এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/জিএআর/ ১১

 

ট্যাগ