জুলাই ২০, ২০২৩ ১৭:৫৭ Asia/Dhaka
  •  ১৩ রাষ্ট্রদূতের বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন, মন্তব্য তথ্যমন্ত্রীর

বাংলাদেশের সবশেষ অনুষ্ঠিত হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এক প্রার্থীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ প্রতিনিধিসহ বিদেশী দূতাবাসগুলো। এ বিষয়ে ১৩ দেশের রাষ্ট্রদূতদের দেয়া দলবদ্ধ বিবৃতিকে ভিয়েনা কনভেনশন নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ৷

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মত আচরণ করছেন। প্রথমত ১৩ দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, যা রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া, এটি রাষ্ট্রদূতদের আচরণবিধি যে ভিয়েনার কনভেনশনের লঙ্ঘন। তথ্যমন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্রদের উচিৎ হবে ভিয়েনার কনভেনশন মেনে চলার।

এ সময় প্রশ্ন রেখে তিনি বলেন, ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশপাশের দেশে যখন সহিংসতা হয় সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না। তবে বাংলাদেশে কেন এভাবে বিবৃতি দেওয়া হচ্ছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এগুলো আসলে দেশের কিছু রাজনৈতিকদল, সুশীল সমাজের প্ররোচনায় করানো হচ্ছে।  তাই রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে প্ররোচনাকারীদের দায়ী করা উচিত বলে মনে করেন ড. হাছান মাহমুদ। 

সরকার পদত্যাগ না করলে বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না গত দুদিনের পদযাত্রা শেষে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে এটি স্পষ্ট ওনারা সহিংসতা করতে চান, সহিংসতা শুরু করেছেন, সহিংসতা শুরু করলে সরকারও বসে থাকবে না। যারা সহিংসতা করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দেন তিনি তথ্যমন্ত্রী ৷ একইসঙ্গে সহিংসতা মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকারও আহবান জানান ড. হাছান মাহমুদ।#

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ