আগস্ট ০৩, ২০২৩ ১৭:৫০ Asia/Dhaka
  • ৪ আগস্ট সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলায় দেয়া রায়ের প্রতিবাদে আগামীকাল ৪ আগস্ট শুক্রবার প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুক্রবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।  ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে এই কর্মসূচি পালিত হবে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও  তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রহসনের রায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেছেন, এই রায় দিয়ে চলমান আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে না। বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষের অস্তিত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, ঠিক সেই সময় এই আন্দোলনের সুফল মানুষ ঘরে তুলবেই।  এভাবে আন্দোলন কখনই স্তব্ধ করা যাবে না। দাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, শুধু তারেক রহমান নয়, যে জোবায়দা রহমান রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তাকেও সাজা দেওয়া হয়েছে এটাতে স্পষ্ট যে তারা কিভাবে দমন পীড়নে নেমেছে। 

সরকার বিচার ব্যবস্থাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, এই বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ