সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৭:০২ Asia/Dhaka

বাংলাদেশে নিত্যপন্যের উর্দ্ধমূল্যের গতি ক্রমেই বৃদ্ধি পাওয়ায় সরকার কিছু প্রয়োজনীয় পন্যের দাম বেঁধে দিয়েছে। এরমধ্যে ডিম,আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। যেখানে প্রতিটি ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা কেজি ঠিক করে দিয়েছে বাণিজ্যমন্ত্রণালয়। কিন্তু ঘোষনার একদিন পরেও বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। বাজারে এসে ক্ষুদ্ধ ক্রেতারা। আলু ও পেঁয়াজ আগের দামেই কিনতে হচ্ছে তাদের। ডিমও বিক্রি হচ্ছে প্রায় আগের দামেই ।

তবে, ব্যবসায়ীরা বলছেন, আড়তের সঙ্গে মিলিয়ে খুচরা বাজারে দাম নির্ধারন করা হয়। তাদের দাবী আড়ৎ যদি রাতারাতি দাম কমিয়ে দেয়, তারাও কম দামে দিতে পারবেন তারা। ব্যবসায়ীরা বলছেন, খুচরা বাজারে যে কোনো পণ্যের দাম আড়তের সঙ্গে মিলিয়ে বিক্রি করেন তারা। এদিকে, বাজারে নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের সচেতনতায় কাজ শুরু করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার সকালে রাজধানী ঢাকার বিভিন্ন বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা। 

এমন বাস্তবতায় সরকার পণ্যের দাম নির্ধারণ করে দিলেই নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রবণতা রোধ করা যাবে না বলে মনে করছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। তিনি বলেন, যেসব কারণে বাজারে মূল্যস্ফীতি হচ্ছে সেসব রোধেও উদ্যোগ নিতে হবে। একই সাথে ঘাটতিতে থাকা পন্য আমদানীর সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন ক্যাব নেতা। 

এদিকে, পেঁয়াজ,আলু এবং ডিম এই তিনটি পণ্যে বেঁধে দেয়া দামে ব্যবসায়ীরা যাতে বিক্রি করে, সেজন্য শক্তভাবে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুইদিনের সফরে গিয়ে শুক্রবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি। বানিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার মনিটারিং করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানান টিপু মুনশি।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
 

ট্যাগ