আ. লীগ ও বিএনপি ও জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা
https://parstoday.ir/bn/news/bangladesh-i129928-আ._লীগ_ও_বিএনপি_ও_জামায়াতের_সমাবেশ_ঘিরে_রাজধানীতে_কঠোর_নিরাপত্তা
জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে নিজেদের শক্তির জানান দিতে আগামীকাল রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। জামায়াতে ইসলামীও একই দিন সমাবেশের ঘোষণা দিয়েছে। দল দুটিকে 'গণতন্ত্র বিরোধী' আখ্যা দিয়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২৭, ২০২৩ ১৭:১৪ Asia/Dhaka
  • আ. লীগ ও বিএনপি ও জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে নিজেদের শক্তির জানান দিতে আগামীকাল রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। জামায়াতে ইসলামীও একই দিন সমাবেশের ঘোষণা দিয়েছে। দল দুটিকে 'গণতন্ত্র বিরোধী' আখ্যা দিয়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলগুলোর পাল্টাপাল্টি এমন কর্মসূচির ঘিরে দূরপাল্লার যাত্রায় বেড়েছে শঙ্কা ও আতঙ্ক। আজ সরেজমিনে মহাখালী বাস টার্মিনালে দেখা যায় স্বাভাবিক দিনের মতোই টার্মিনালে রয়েছে যাত্রীদের আনাগোনা। তবে যে পরিমাণ বাস টার্মিনাল থেকে ছাড়ছে, সে অনুপাতে ঢাকার বাইরে থেকে কম বাস ফিরছে বলে জানিয়েছেন টার্মিনাল সংশ্লিষ্টরা।

এদিকে পুলিশি গ্রেপ্তার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দলবদ্ধভাবে না যাওয়া, হোটেল-মেসে না থাকা, স্মার্ট ফোন না ব্যবহার করাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব পুলিশ। চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু র‍্যাব পুলিশ নয়, সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে জোর তল্লাশি শুরু করেছে ঢাকা জেলা পুলিশ। সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আব্দুর রশিদ জানান, কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই তাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২৭