নভেম্বর ১৬, ২০২৩ ১৭:৪২ Asia/Dhaka
  • সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী রবি ও সোমবার দেশজুড়ে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ (বৃহস্পতিবার) বিকেল চারটায় অনলাইন ব্রিফিং-এ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন গতকাল (বুধবার) তফসিল ঘোষণা করেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তফসিলকে স্বাগত জানালেও বিএনপিসহ সমমনা দল ও তাদের জোট এটিকে প্রত্যাখ্যান করেছে। ঘোষিত তফসিল বাতিলের দাবিতে রবি ও সোমবার হরতালের ডাক দেয় নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ। একই দাবিতে গণতন্ত্র মঞ্চও দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। এ ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আজ অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। 

এদিকে, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধ কর্মসূচির আজ দ্বিতীয় দিন। আগামীকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হবে এই অবরোধ। তার কয়েক ঘণ্টা আগেই এক অনলাইন ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, "বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপরি আহ্বান উপেক্ষা করে নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। এটা ডাহা মিথ্যা, ভন্ডামিপূর্ণ ও মেকি। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা চোরাবালিতে পড়ার সামিল।

এই নির্বাচন কমিশন সব জেনে-শুনেই দেশকে এক গভীর সংকটের মধ্যে ঠেলে দিতে তফসিল ঘোষণা করেছে বলে রিজভী তার বক্তব্যে উল্লেখ করেন।

রিজভী তার বক্তব্যে আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন হবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

 

ট্যাগ