ভোটের নির্বিঘ্ন পরিবেশ তৈরিতে কাজ করছে কমিশন, অপরাধ বুঝে ব্যবস্থা: ইসি রাশেদা
-
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ (শুক্রবার) লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিমিয় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় রাশেদা সুলতানা আরও বলেন, নির্বাচনি আচরণ বিধি লংঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এজন্য বিভিন্ন টিম মাঠে কাজ করছে। নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। কোন দল, প্রার্থী ও তার সমর্থকরা কোন প্রার্থীকে হুমকি বা নির্বাচনি কাজে বাধাসহ, কোনপ্রকার ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রাশেদা সুলতানা।
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার্থী বুঝে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এ কার্যক্রম আরও জোরদার করছি।
ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ফলে কোথাও পরিস্থিতি খারাপের কোনো সুযোগ নেই। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি।
তিনি বলেন, ভোট সুষ্ঠু করতে আমাদের সব ধরনের রয়েছে প্রস্তুতি। এ কারণেই আমরা প্রত্যেকটি জেলায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। গুরুতর অভিযোগের ক্ষেত্রেও যে পদক্ষেপ নেওয়া হচ্ছে একই পদক্ষেপ ছোট অভিযোগেও নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রার্থীদের কোনো চিন্তার কারণ নেই।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় কয়েকজন প্রার্থী নির্বাচনী মাঠের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৯