ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১৭:১৯ Asia/Dhaka

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ১২ বছর পার হলেও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার এখনো সুদূরপরাহত।

জোড়া খুনের মামলায় আদালত তদন্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বারবার তারিখ দেন। তবে কোনোবারই তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়ে না। এই হতাশাজনক চক্র গত ১২ বছর ধরে চলছে, তদন্তকারীরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন ১০৭ বার।

গত সপ্তাহে আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদকে জানিয়েছিলেন, সাংবাদিক দম্পতি হত্যার তদন্ত শেষ করার কোনো সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি আনিসুল হক বলেছিলেন, সাগর-রুনির খুনিদের খুঁজে বের করতে যদি তদন্ত ৫০ বছর লেগে যায়, তাহলে দিতে হবে। এমন পরিস্থিতিতে অবিলম্বে সাংবাদিক সাগর ও রুনি দম্পতি হত্যার দ্রুত বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা।  তারা বলছেন, ১২ বছরেও মামলার তদন্ত শেষ না হওয়া অত্যন্ত লজ্জার। তদন্তকারী সংস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

পিবিআই বা অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দিয়ে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, এক দিকে সাগর-রুনির হত্যার ১২ বছর পেরিয়ে গেছে।

অন্য দিকে আইনমন্ত্রী বলেছেন, আরো ৫০ বছর লাগতে পারে। তার মানে এখন আমাদের নতুন কর্মসূচি দেয়ার আবার সময় এসেছে। আমাদের আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে- অপর অংশের সভাপতি ওমর ফারুক বলেন, সাগর-রুনি হত্যার বিচারের জন্য ৫০ বছর সময় দেয়ার কথা বলে আইনমন্ত্রী সাংবাদিকদের সাথে তামাশা করছেন।

তবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, যাতে নিরপরাধ কেউ ফেঁসে না যায়, তাই এত সতর্কভাবে চলছে এ মামলার তদন্ত। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। সেই সময় ফ্ল্যাটটিতে বাবা-মায়ের সঙ্গে ছিল তাদের একমাত্র সন্তান মাহির সারোয়ার মেঘ। তার বয়স ছিল তখন মাত্র পাঁচ বছর। বাবা-মায়ের সেই নৃশংস মৃত্যু নিয়ে এখনও অন্ধকারে ১৭ বছরের কিশোর মেঘ। আদৌ কি বাংলাদেশ মেঘের বাবা মা হত্যার প্রকৃত রহস্য ও অপরাধীদের বিচার করতে পারবে, সেই প্রশ্ন ঘুরপাক খায় কৈশোর পেরেনো মাহির সারোয়ার মেঘের মনে। #

পার্সটুডে/বাদশাহ রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ