মার্চ ০১, ২০২৪ ১৮:২০ Asia/Dhaka
  • ভোগান্তি ছাড়াই বীমার প্রকৃত দাবিদারকে পাওনা বুঝিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বীমার প্রকৃত দাবীদার যেন, অল্প সময়ে ভোগান্তি ছাড়াই সুবিধা পায়, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীমা খাতের সুবিধা পেতে যারা প্রতারণার আশ্রয় নেয়, তাদের ব্যাপারে সজাগ থাকার কথাও বলেছেন তিনি। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় বেইলি রোডের ভবন নির্মাণে ত্রুটির কথা জানিয়ে, হতাহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান সরকার প্রধান। 

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন তিনি।  অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে ইন্সুরেন্সে উদ্বুদ্ধ করার আহ্বান জানান প্রধান মন্ত্রী। ভোগান্তি ছাড়া বীমার প্রকৃত দাবিদারকে তাদের পাওনা বুঝিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এসময় বেইলি রোডে ভবনে আগুন প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, ভবন নির্মাণে নিয়ম মানা হলে এমন দুর্ঘটনা হতো না। অনুষ্ঠানে  সরাসরি ব্যাংক থেকে বীমার প্রিমিয়াম দেয়ার সুবিধা প্রদানের লক্ষে ব্যাঙ্ক ইস্যুরেন্স সেবারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ