জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার, অভিযোগ রিজভীর
শেখ হাসিনার হাতেই দেশের গণতন্ত্র নিরাপদ, এটা প্রমাণিত: কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশের রাজনীতিতে প্রমাণ হয়েছে, শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি তা বুঝতে ব্যর্থ হওয়ায়, রাজনীতি থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
আজ (রোববার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাদের জানান, দেশের রাজনৈতিক বাস্তবতায় নেতিবাচক রাজনীতির জন্য ক্রমেই জনগণ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে বিএনপি। আগামীতে তার মাসুল দিতে হবে বলেও মনে করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গায়ের জোরে ক্ষমতায় এসে, জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীন সরকার।

রোববার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, এই বুঝি ক্ষমতা হাতছাড়া হয়ে গেল, এমন উৎকণ্ঠায় রয়েছে সরকার। জেল থেকে ছাড়া পেয়ে, আবারও গ্রেফতারের ভয় না পেয়ে, ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত হতে, নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।