ফেব্রুয়ারি ০৩, ২০১৭ ১৩:১০ Asia/Dhaka
  • আটক জামায়াতের ২৮ নারী কর্মী
    আটক জামায়াতের ২৮ নারী কর্মী

বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় আটক জামায়াতে ইসলামীর ২৮ নারী নাশকতা ও সরকারকে অবৈধ উপায়ে বিব্রত করতেই জড়ো হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে দাবি করেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের ডেপুটি কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘রাজধানীতে আটক হওয়া জামায়াতে ইসলামীর ২৮ নারী সমবেত হওয়ার উদ্দেশ্য ছিল সরকারকে অবৈধ উপায়ে বিব্রত করা।

বিপ্লব কুমার বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল মোহাম্মদপুর এলাকায় এ ধরনের বৈঠক মাঝে মাঝে হয়। গতকাল আমরা বাসাটি নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালাই। অনেকক্ষণ চেষ্টা করলেও তারা প্রথমে দরজা খুলতে চায়নি। একপর্যায়ে পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে তারা দরজা খুলে দেয়। পরবর্তীতে তাদের ২৮ জনকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘আটককৃতদের মধ্যে কয়েকজন যুদ্ধাপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্য রয়েছে। এদের মধ্যে রোকন পর্যায়ের নেত্রীও রয়েছে। তাদের কাছ থেকে উগ্রবাদ ছড়ানোর অভিযুক্ত ব্যক্তিদের বই, লিফলেটসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। তারা শুধুমাত্র ঢাকা নয়, বিভিন্ন জেলা থেকে এসেছে বলে জানা গেছে। তারা অনেকেই শিক্ষিত। কেউ কেউ কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তবে অনেকেই তাদের প্রকৃত পরিচয় দিচ্ছে না।’
বিপ্লব কুমার বলেন, ‘আমরা তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা ধর্মের ও তাবলীগের কথা বলে ধর্মের আড়ালে নাশকতা ছড়ানোর পরিকল্পনায় ছিল।’

আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন চাওয়া হবে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থানার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই নারীদের গ্রেপ্তার করা হয়। বাড়িটির মালিক শাহনাজ বেগম।#

পার্সটুডে/এআর/৩

 

 

ট্যাগ