মে ২৩, ২০২৪ ১৭:৪০ Asia/Dhaka
  • সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ হেলিকপ্টার দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে আজ (বৃহস্পতিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসে বিশেষ দোয়ার আয়োজন

এদিকে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আজ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তেহরানে বসবাসরত বাংলাদেশিরাও ওই দোয়ার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। নিহতদের সম্মানে দূতাবাসে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

তেহরানের বাংলাদেশ দূতাবাসে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে

অন্যদিকে, ঢাকার গুলশানের ইরানি দূতাবাসে রাখা শোক বইয়ে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় শোক বইয়ে সই করার পর অপেক্ষমাণ সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং ঊঁচ্চপদস্থ কর্মকর্তারা দুর্ঘটনায় ইন্তেকাল করাতে আমরা গভীরভাবে শোকাহত। আমি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, দলের চেয়ারম্যান দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের যে অফিস, কার্যালয়— সেখানে এসে আমারা আমাদের শোক প্রকাশ করেছি।’

শোক বইয়ের সই করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, ‘যেই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদ খুব বেশি প্রয়োজন। সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার দুর্ঘটনায় হঠাৎ চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বের জন্য, শান্তির জন্য এবং সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি।’

শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান

শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং শহীদদের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। শোক বইয়ে স্বাক্ষরের সময় মুজিবুর রহমান ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার মাধ্যমে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরকে স্বাগত এবং অভিনন্দন জানান।

রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রজ্ঞাপন

রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রায়িসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় রায়িসি ও আমির-আব্দুল্লাহিয়ান ছাড়াও ওই প্রদেশের দুজন শীর্ষ কর্মকর্তা শহীদ হন। সেইসঙ্গে প্রাণ হারান প্রেসিডেন্টের দু’জন দেহরক্ষী, দু’জন পাইলট এবং একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ