জুলাই ০২, ২০১৮ ০৫:২৯ Asia/Dhaka
  • রোববার চাকমাকুল শরণার্থী শিবির পরিদর্শন করেন আইসিআরসি প্রধান
    রোববার চাকমাকুল শরণার্থী শিবির পরিদর্শন করেন আইসিআরসি প্রধান

আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বলেছে, বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে ফিরে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। এখনো মিয়ানমারের রাখাইন প্রদেশ রোহিঙ্গাদের জন্য অনিরাপদ বলে ওই কমিটি ঘোষণা করেছে।

আইসিআরসি’র সভাপতি পিটার মউরার গতকাল (রোববার) বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চাকমাকুল শরণার্থী শিবির পরিদর্শন শেষে এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি তিনি মিয়ানমার সফর করে যে পরিস্থিতি দেখে এসেছেন তাতে সেখানে রোহিঙ্গাদের এখনই ফেরত পাঠানো সম্ভব নয়।  তিনি বলেন, যারা নিজেদের দেশে ফিরতে ইচ্ছুক তাদের বসবাসের জন্য আগে রাখাইন প্রদেশে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

আইসিআরসি সভাপতি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শনে যাওয়ার আগে মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের তাণ্ডবে ধ্বংসপ্রাপ্ত রাখাইন প্রদেশ সফর করেন।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী (ফাইল ছবি)

এদিকে বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজ (সোমবার) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। গুতেরেস রোববার ভোরে বাংলাদেশের রাজধানী ঢাকা পৌঁছান এবং গতকালই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথা বলেন।  রোহিঙ্গা শরণার্থীদেরকে ‘নিরাপদে ও সসম্মানে’ মিয়ানমারের রাখাইন প্রদেশে ফেরত পাঠানো যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে গেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২

ট্যাগ