সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু হয়েছে।
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সচিব গৌতম চন্দ্র জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সেলেটার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বাংলাদেশ সময় ৮টা ৫০ মিনিটে মন্ত্রীকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা শুরু হয়।
এর আগে বিকেল সোয়া ৩টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে আইসিইউ ও সিসিইউ সুবিধা সম্বলিত একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এরপর ৪টা ৭ মিনিটে তাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেয় আগে থেকে প্রস্তুত থাকা এয়ার অ্যাম্বুলেন্স।
ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী।
এর আগে দুপুরে ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বিএসএমএমইউ হাসপাতালে কাদেরকে দেখেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দেন।
রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসেন এবং কাদেরকে পরীক্ষা করেন।
তিনি রবিবার সকালে শ্বাসক্রিয়ার জটিলতা নিয়ে বিএসএমএমইউ’র করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এনজিওগ্রাম করে তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। যার মধ্যে একটি ব্লক অপসারণও করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন