ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ধিক্কার জানিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i68947
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ধিক্কার জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। আজ (সোমবার) বিকেল ৫ টায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন স্বতন্ত্র জোটের ভিপি পদের প্রার্থী অরণি সেমন্তি খান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ১৮, ২০১৯ ১৮:১৫ Asia/Dhaka
  • ভিসি কার্যালয়ের সামনে অবস্থান
    ভিসি কার্যালয়ের সামনে অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ধিক্কার জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। আজ (সোমবার) বিকেল ৫ টায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন স্বতন্ত্র জোটের ভিপি পদের প্রার্থী অরণি সেমন্তি খান।

এসময় তিনি বলেন, 'এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। আমরা পাঁচঘণ্টা ধরে অবস্থান করছি। অনশনকারী শিক্ষার্থীরা কারচুপির প্রমাণ জমা দিয়েছে। ভিসির আমাদের সামনে এসে কথা বলার সৎ সাহসটুকু নেই। বিকেল ৫ টা পর্যন্ত অফিস টাইম হিসেবে আমরা ধিক্ জানিয়ে আজকের কর্মসূচি স্থগিত করছি।'

পাঁচ প্যানেল সম্মিলিতভাবে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ডাকসুর জিএস প্রার্থী রাশেদ খান।

এর আগে সকাল ১১টায় ডাকসু পুনর্নির্বাচন ঘোষণা, ভি‌সির পদত্যাগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা ‌মিথ্যা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দা‌বিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান দেয় আন্দোলনরত প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে তারা মি‌ছিলযোগে ক্যাম্পাসের বি‌ভিন্ন সড়ক, হল ও বিভাগ প্রদ‌ক্ষিণ করে ভি‌সি কার্যালয়ের সামনে অবস্থান নেন। মিছিলে নেতৃত্ব দেন প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত প্রার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন, ভি‌পি প্রার্থী অরিণ সেমন্তি খান, ফয়সাল মাহমুদ, জিএস প্রার্থী আসিফুর রহমান আসিফ, উম্মে হা‌বিবা বেন‌জির, রাশেদ খানসহ বি‌ভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষাথীরা।

এর আগে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেন তারা।

তাদের পাঁচ দফা দাবিগুলো হচ্ছে, জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল করতে হবে; পুনরায় তফসিল ঘোষণা করতে হবে; এই নির্বাচনের সাথে জড়িত রিটার্নিং কর্মকর্তাসহ ভিসির পদত্যাগ করতে হবে; মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; হামলাকারী সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।  

সংবাদ সম্মেলনে নবনির্বাচিত ‌ভি‌পি নুরুল হক নুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে দাবি তুলেছে, আমরা দেখেছি নির্বাচনে অনিয়ম কারচুপি হয়েছে। সে জায়গা থেকে বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা যে দাবি তুলেছে তার সাথে আমরা একাত্মতা পোষণ করছি। ডাকসুতে যে নির্বাচন হয়েছে সে নির্বাচন সুষ্ঠু হয়নি। এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালিমা লেপে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, নির্বাচন আবার দিতে হবে। যেখানে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে বিভিন্ন পদে থেকে যারা ভূমিকা রেখেছে তাদেরও পদত্যাগ করে করতে হবে।’

নূর বলেন, ‘আমরা আমাদের দাবি পুনর্ব্যক্ত করছি। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন চাই।'

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন চাওয়া-পাওয়ার কথা বলার পাশাপাশি নির্বাচনে যে অনিয়ম কারচুপি হয়েছে সেসবও তার দৃষ্টিতে দিয়েছি।’

প্রায় ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া এ ডাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) ও সমাজসেবা সম্পাদক ছাড়া অন্য ২৩টি পদে জয় পায় ছাত্রলীগ মনোনিত প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছাত্রলীগ ছাড়া অন্যসব প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। এরপরই নির্বাচনে অংশ নেয়া পাঁচটি প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮