রোহিঙ্গাদের দেশীয় অস্ত্র সরবরাহ: এনজিও মুক্তির কার্যক্রম বন্ধ ঘোষণা
বহুল বির্তকিত এনজিও মুক্তি কক্সবাজারের ছয়টি প্রকল্পে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিও ব্যুরো। এখন থেকে এনজিও ব্যুরোর নির্দেশে ‘মুক্তি কক্সবাজারের সব কার্যক্রম বন্ধ থাকবে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সম্প্রতি রোহিঙ্গাদের ১০ হাজার দেশীয় অস্ত্র সরবরাহের মারাত্মক অভিযোগ পাওয়া যায় মুক্তির বিরুদ্ধে। 'মুক্তি কক্সবাজার’ গোপনে ওইসব অস্ত্র তৈরি করে তা রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করছিলো। এসময় উখিয়া উপজেলা প্রশাসন এগুলো উদ্ধার করে।

অভিযোগ রয়েছে, বিতর্কিত এনজিও মুক্তি কক্সবাজারের রোহিঙ্গাদের ঘিরে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছিল। এর অংশ হিসেবে তারা রোহিঙ্গাদের বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করাতেই গোপনে বিপুল দেশীয় অস্ত্র সরবরাহ জঙ্গী তৎপরতায় সক্রিয় করতে চেয়েছিল।
এই ঘটনা ধরা পড়ার পর সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সর্বত্র চলছে সমালোচনা ও প্রতিবাদ। বিতর্কিত এনজিও ‘মুক্তির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার দাবী জানিয়েছেন স্থানীয় সামাজিক সংস্থা ও সচেতন মহল।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।