বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বিশেষ কুইজ প্রতিযোগিতা’
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’ বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ২৫ মার্চ-২০২১।
প্রশ্নমালা:
১. ইউনেস্কো কবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়?
২. বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বেসামরিক সম্মাননা পদক 'স্বাধীনতা পুরস্কার' কবে থেকে প্রদান করা হয়?
৩. বাংলাদেশের স্বাধীনতা স্তম্ভের স্থপতি কে?
নিয়মাবলি:
১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে অবশ্যই একটি ছবি পাঠাতে হবে।
২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]
৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা ওয়েবসাইট ও ফেসবুকে প্রকাশ করা হবে।
৬. বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হবে।
৭. ইমেইলে সাবজেক্টের ঘরে 'বিশেষ কুইজ প্রতিযোগিতা' লিখতে হবে।
৮. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।