নিজামীকে ‘পরিকল্পিতভাবে হত্যা’র অভিযোগ জামায়াতের, বৃহস্পতিবার হরতাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i8974
সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১১, ২০১৬ ০১:২১ Asia/Dhaka
  • মাওলানা মতিউর রহমান নিজামী
    মাওলানা মতিউর রহমান নিজামী

সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাওলানা নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এরপর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, “মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশের জনগণের নিকট প্রিয় একটি নাম। বাংলাদেশের জনগণের ভোটাধিকার অর্জন ও বহুদলীয় গণতান্ত্রিক ধারার রাজনীতি চালুর ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। চারদলীয় জোট সরকারের কৃষি ও শিল্প মন্ত্রী হিসেবে তিনি যে দক্ষতা, সততা স্বচ্ছতার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের জনগণ কখনো ভুলবে না। তিনি ইসলামী আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে বাংলাদেশের জনগণের নিকট ইসলামের সুমহান দাওয়াত পৌঁছিয়ে দেয়ার জন্য সারা জীবন পরিশ্রম করেছেন। বর্তমান সরকার এ রকম একজন সৎ, আল্লাহভীরু ও দেশপ্রেমিক দক্ষ জাতীয় নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করায় জাতি গভীরভাবে শোকাহত ও সংক্ষুব্ধ।”

মকবুল আহমাদ দাবি করেন, “মাওলানা নিজামীর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট এবং রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে পারেনি। তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি সরকারের এহেন প্রতিহিংসাপরায়ণ রাজনীতির তীব্র নিন্দা জ্ঞাপন করছি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাওলানা নিজামীর সাথে যে নিকৃষ্ট আচরণ ও অবিচার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষা চাননি। কারণ প্রাণের মালিক একমাত্র আল্লাহ।”

বিবৃতিতে বলা হয়, “মাওলানা নিজামীকে হত্যা করে যারা জামায়াতকে নেতৃত্বশূন্য করার স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। তার প্রতি ফোঁটা রক্ত এ দেশের ইসলামী ও গণতন্ত্রমনা জনগণকে উজ্জীবিত করবে, ইনশাআল্লাহ। সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করে যে ইতিহাস সৃষ্টি করেছে তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”

মাওলানা নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ অভিহিত করে এর প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়:

১১ মে বুধবার সারা দেশে ও প্রবাসে মাওলানা নিজামীর মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা , ১২ মে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ১৩ মে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল এবং আগামী ১৩ মে শুক্রবার দেশ ও দেশের জনগণের কল্যাণ এবং বিশেষভাবে মাওলানা নিজামীর জন্য দেশব্যাপী দোয়া।

ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানান মকবুল আহমাদ। এছাড়া, পৃথিবীর যে সব দেশে বাংলাদেশিরা আছেন, তাদেরকেও গায়েবেনা জানাজা ও দোয়া করার জন্য আহ্বান জানানো হয়েছে জামায়াতের বিবৃতিতে।#

আশরাফুর রহমান/১১