নতুন আদমশুমারি থেকে অবৈধ অভিবাসীদের বাদ দেওয়ার আহ্বান ট্রাম্পের
পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীদের আদমশুমারি থেকে বাদ দেওয়ার জন্য একটি নতুন নির্দেশ দিয়েছেন।
সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন একটি নতুন আদমশুমারি প্রক্রিয়া শুরু করা হয়, যেখানে অবৈধ অভিবাসীদের গণনায় অন্তর্ভুক্ত না করা হয়। ট্রাম্প বলেন, "যারা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, তাদের এই শুমারিতে গণনা করা হবে না।"
এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী আদমশুমারি পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনবে, কারণ আগের সব জনগণনায় ঐতিহাসিকভাবে নাগরিকত্ব বা অভিবাসন অবস্থা নির্বিশেষে সব বাসিন্দাকে গণনা করেছে, যেমনটি ১৪তম সংশোধনীর ‘সম্পূর্ণ সংখ্যক ব্যক্তির’ বিধান অনুসারে প্রয়োজন। ২০২০ সালের আদমশুমারিতে কোনো সমস্যার প্রমাণ না থাকা সত্ত্বেও ট্রাম্পের নির্দেশ এই সাংবিধানিক প্রয়োজনীয়তার বিরোধিতা করে।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসের নির্বাচনী মানচিত্র পুনর্বিন্যাসের জন্য হোয়াইট হাউসের চাপ বাড়ছে এবং ট্রাম্প আশা করছেন যে, এই পরিবর্তন রিপাবলিকান পার্টির অবস্থান শক্তিশালী করবে।
মার্কিন সংবিধান অনুযায়ী, প্রতি দশ বছর জাতীয় আদমশুমারি বাধ্যতামূলক, যা কংগ্রেসের প্রতিনিধিত্ব নির্ধারণ করে। সংবিধানের চতুর্দশ সংশোধনীতে প্রতিটি রাজ্যের 'মোট ব্যক্তির সংখ্যা' গণনার ওপর জোর দেওয়া হয়েছে। আদমশুমারি পদ্ধতিতে কোনো পরিবর্তন রাজ্যগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য সংখ্যাকে প্রভাবিত করতে পারে।
নিউ ইয়র্ক ল স্কুলের অধ্যাপক জেফরি ওয়াইস বলেছেন, "ট্রাম্প একতরফাভাবে কংগ্রেসের সিট বণ্টনের জন্য নতুন আদমশুমারির নির্দেশ দিতে পারেন না।"
ট্রাম্প ২০২০ সালের আদমশুমারিতে নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন যোগ করার চেষ্টা করেছিলেন, যা ১৯৫০ সালের পর প্রথম এমন উদ্যোগ ছিল। তবে সুপ্রিম কোর্ট এটি বাতিল করে দেয়। সমালোচকরা বলেছিলেন, এই প্রশ্ন যোগ করলে সংখ্যালঘু ও অভিবাসী সম্প্রদায়ের গণনা কমে যেতে পারে।
ট্রাম্পই একমাত্র নন যিনি আদমশুমারি পদ্ধতি পরিবর্তনের পক্ষে। জর্জিয়ার কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন সম্প্রতি একটি বিল উত্থাপন করেছেন যেখানে শুধুমাত্র নাগরিকদের গণনার প্রস্তাব করা হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও কংগ্রেসে ফ্লোরিডার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন।
আদমশুমারি নিয়ে এই হস্তক্ষেপ ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। গত সপ্তাহে, তিনি শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার ড. এরিকা ম্যাকঅ্যান্টারফার-কে বরখাস্ত করেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে চাকরির তথ্য হেরফের করার অভিযোগে অভিযুক্ত করে।
এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে যে, সরকারি তথ্য কতটা নিরপেক্ষ থাকবে, বিশেষ করে নির্বাচনের আগে এমন পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা।#
পার্সটুডে/এমএআর/৯