অপহরণ করে টাকা আদায়, র‍্যাবের চারজন পুলিশের হাতে ধরা!
(last modified Fri, 09 Apr 2021 11:34:35 GMT )
এপ্রিল ০৯, ২০২১ ১৭:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ১৪ এপ্রিল থেকে আরও এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার-কাদের- মানবজমিন
  • একে সংক্রমণ বৃদ্ধি তার ওপর মূল্যবৃদ্ধি-প্রথম আলো
  • হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার তিনগুণ রোগী-ইত্তেফাক
  • কৌশলী হেফাজত-প্রশাসনও সতর্ক-কালের কণ্ঠ
  • দেশে লাফিয়ে বাড়ছে মৃত্যু, আরও ৬৩ প্রাণহানি-দৈনিক যুগান্তর
  • ১ কোটি ২৪ লাখ কর্মহীন পরিবার পাবে ৪৫০ টাকা করে-দৈনিক সমকাল
  • পঞ্চম টেস্টেও রিজভীর করোনা পজিটিভ-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • 'মুখ খুলছি বলে আমাকে খুন করা হতে পারে', আশঙ্কাপ্রকাশ মমতার -দৈনিক সংবাদ প্রতিদিন
  • দেশবাসীকে বিপদে ফেলে টিকা যাচ্ছে বিদেশে, ‘উৎসব’ হয় কী করে, মোদীকে আক্রমণ রাহুলের -আনন্দবাজার পত্রিকা
  • সিপিএম-‌কংগ্রেসকে খেয়েছি, এবার তৃণমূলকে হজম করব, চায়ে পে চর্চায় বললেন দিলীপ ঘোষ -দৈনিক আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন-ইত্তেফাক

কঠোর লকডাউন আসছে

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই।

লকডাউন অকার্যকর, এখন করণীয় কী-ভয় জাগাচ্ছে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ-সমকাল

মানুষ মানছে না লকডাউন

সরকারপ্রধান ও মন্ত্রীদের কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিতের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগের এমন নির্দেশনা নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে। করোনার ঊর্ধ্বমুখী প্রবণতার লাগাম টেনে ধরতে সরকারের জারি করা 'বিধিনিষেধ' নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, করোনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ হোঁচট খেয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করা হবে, তা নিয়েও জনমনে শঙ্কার সৃষ্টি হয়েছে। এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরেকটু পরিকল্পনা করে আগামী রোববার নাগাদ নতুন নির্দেশনা জারির কথা বলেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, সরকারের বিভিন্ন স্তরে সমন্বয়হীনতা প্রমাণ করে, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই 'লকডাউন' কিংবা 'বিধিনিষেধ' সংক্রান্ত পদক্ষেপটি গ্রহণ করা হয়েছিল। এ কারণে শুরু থেকেই মাঠপর্যায়ে ওই বিধিনিষেধের কার্যকারিতা লক্ষ্য করা যায়নি।

অপহরণ করে টাকা আদায়, র‌্যাবের চারজন পুলিশের হাতে ধরা-প্রথম আলো
 অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার সদস্যকে  আজ গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম প্রথম আলোকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর ও একজন বিমানবাহিনীর সদস্য। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছেন। তাদের মধ্যে একজন বিজিবির সদস্য ও একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্য নন। তিনি সাধারণ মানুষ।
 ডিএমপি কমিশনার বলেন, টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও চারজনকেই তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এঁদের বিচার নিজ নিজ বাহিনীর আইনকানুন অনুযায়ীও হবে।

১ কোটি ২৪ লাখ কর্মহীন পরিবার পাবে ৪৫০ টাকা করে-সমকাল
কর্মহীন মানুষদের সহায়তার জন্য সরকার ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। দেশের প্রায় এক কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০টি পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারপ্রতি ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি চালের সমমূল্য, অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা পাবে কর্মহীন পরিবার। বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে বিধিনিষেধ আরোপের পরিপ্রেক্ষিতে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই বরাদ্দ দিয়েছে। দেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি কার্ড এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টি কার্ডসহ মোট এক কোটি ৯ হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সহায়তা দিতে উপজেলাগুলোর জন্য ৩৯৫ কোটি ছয় লাখ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাগুলোর জন্য ৫৫ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

মাওরানা মামুনুল

কৌশলী হেফাজত প্রশাসনও সতর্ক-কালের কণ্ঠ
সম্প্রতি বিক্ষোভ ও হরতালে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারীসহ কয়েকটি স্থানে তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলাম। এর রেশ না কাটতেই নারায়ণগঞ্জের সোনারগাঁয় রিসোর্টে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হওয়ার বিতর্কিত ঘটনায় কোণঠাসা হয়ে কৌশলী ভূমিকা নিয়েছে হেফাজত। সংগঠনটির নেতারা গ্রেপ্তার এড়াতে সংঘাত হতে পারে, এমন কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল বৃহস্পতিবার যে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল, তা স্থগিত করেছে সংগঠনটি।   

Image Caption

দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আজ শুক্রবারও সংগঠনটি কোনো কর্মসূচি পালন করবে না। উসকানিমূলক বক্তব্যের অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে গ্রেপ্তারের পর গতকাল মামুনুল হক ফেসবুক লাইভে হুঁশিয়ারি উচ্চারণ করলেও ব্যক্তিগত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এদিকে পুলিশ ও র‌্যাবের একাধিক সূত্র জানিয়েছে, মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয়, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার কয়েকজন নেতা নজরদারির মধ্যে আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি অন্তত ৯৮টি মামলার তদন্তে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

গতকাল ফেসবুক লাইভে মামুনুল হক বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি, সে জন্য নিজেই মর্মাহত। আমার কারণে আজকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি।’

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
দেশবাসীকে বিপদে ফেলে টিকা যাচ্ছে বিদেশে, ‘উৎসব’ হয় কী করে, মোদীকে আক্রমণ রাহুলের-আনন্দবাজার

মোদিকে আক্রমণ রাহুল গান্ধীর

অতিমারিকে বশ করতে ৪ দিন ব্যাপী ‘টিকা উৎসব’-এর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে এ বার তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর মতে, যে ভাবে সংক্রমণ বেড়ে চলেছে, তাতে টিকার ঘাটতিতে ঘোর সঙ্কট দেখা দিয়েছে, যা কখনওই 'উৎসব' হতে পারে না।

দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মোদী। সেখানে ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল—এই ৪ দিন ধরে ‘টিকা উৎসব’ পালনের কথা বলেন তিনি। বয়সসীমা মেনে এই সময়ের মধ্যে যত বেশি সম্ভব টিকাকরণে জোর দিতে বলেন তিনি।

তা নিয়েই শুক্রবার নেটমাধ্যমে মোদীকে একহাত নেন রাহুল। টুইটারে তিনি লেখেন, ‘করোনা সঙ্কটকে টিকার ঘাটতি সমস্যা গুরুতর করে তুলেছে। এটা কোনও উৎসব নয়। এমন পরিস্থিতিতে নিজের দেশের মানুষকে বিপদে ফেলে বিদেশে টিকা রফতানির সিদ্ধান্ত কি সঠিক? কোনও রকম পক্ষপাতিত্ব ছাড়াই সব রাজ্যকে সাহায্য করা উচিত কেন্দ্রীয় সরকারের। একজোট হয়ে মহামারিকে হারাতে হবে আমাদের’।

সিপিএম-‌কংগ্রেসকে খেয়েছি, এবার তৃণমূলকে হজম করব, চায়ে পে চর্চায় বললেন দিলীপ ঘোষ-আজকাল

যত ভোটের দফা যাচ্ছে ততই বেশি আক্রমণ শানাচ্ছে শাসক দল। শুক্রবার জলপাইগুড়িতে চায়ে পে চর্চায় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বের হন রাজ্য সভাপতি। সেখানেই বলেন, সিপিএম-‌কংগ্রেসকে খেয়ে হজম করেছি, এবার তৃণমূলকে হজম করব। বিজেপি রাজ্য সভাপতির আরও দাবি, মানুষ আমাদের ভোট দেবার জন্য বসে আছে। মানুষ একবার বুথে আসতে পারলে আর কিছু করার ক্ষমতা নেই ওদের। কেন্দ্রীয় বাহিনী মেরে ছাল তুলে দেবে। দু তারিখের পর এরা দেশ ছেড়ে পালাবে’।
দফা যত বাড়ছে হার নিশ্চিত জেনে তত বেশি আক্রমণ শানাচ্ছে শাসক দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌৯

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

  •  

ট্যাগ