সেপ্টেম্বর ০৬, ২০২১ ২২:৫২ Asia/Dhaka
  • রাজধানীতের জামায়াতের মিছিল
    রাজধানীতের জামায়াতের মিছিল

নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ সাত কেন্দ্রীয় নেতা ও তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা।

আজ (সোমবার) রাত ৯টায় রাজধানীর খিলগাঁও রেইলগেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদসহ ১০ জনকে  গ্রেফতারে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণকে সাথে নিয়ে সকল অন্যায়ের সমুচিত জবাব দেয়া হবে।”

আজ (সোমবার) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মিয়া গোলাম পরওয়ারের সাথে গ্রেফতার হন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন এবং ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। অন্য তিনজন জামায়াতের অফিসের কর্মচারী বলে জানা গেছে।

গ্রেফতারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তাঁরা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান 

এদিকে, সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের সেক্রেটারি জেনারেলসহ ১০ জনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, জামায়াতের নিয়মিত কাজের অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর বিকেলে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে একটি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠক থেকে ‘অন্যায়ভাবে’ জামায়াতের ৭ জন কেন্দ্রীয় নেতাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।#

পার্সটুডে/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ