সাউথ এশিয়া রেডিও ক্লাবের উদ্যাগে ইরান বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা
(last modified Thu, 09 Sep 2021 06:05:38 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১২:০৫ Asia/Dhaka
  • সাউথ এশিয়া রেডিও ক্লাবের উদ্যাগে ইরান বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা

রেডিও তেহরান বাংলা বিভাগের প্রচারণার অংশ হিসেবে ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-বাংলাদেশ’ ইরান বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিন জনকে বিজয়ী করা হবে। উত্তর পাঠানোর শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর-২০২১।

প্রশ্নমালা:

১) রেডিও তেহরান থেকে বাংলা অনুষ্ঠান কত সালে সম্প্রচার শুরু হয়?

২) ইসলামী বিপ্লবের পর ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দুইজন শীর্ষ নেতার নাম কি?

৩) ইরানের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কী?

৪) ইরানের নীতিবাক্য/শ্লোগান কী?

৫) ইরানের তৈরি করোনা ভ্যাকসিনের নাম কী?

 

অংশগ্রহণের নিয়মাবলি:

১) কুইজের উত্তর আগামী ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে দিতে হবে। উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

২) উত্তর পাঠানোর ই-মেইল ঠিকানা: [email protected], ইমেইলে সাবজেক্টের স্থানে “ইরান বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা-২০২১” লিখতে হবে।

৩) কোনো প্রকার ফেইক আইডি থেকে কুইজে অংশগ্রহণ করা যাবে না।

৪) সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩ জন বিজয়ীকে ‘রেডিও’ পুরস্কার দেওয়া হবে।

৫) বিজয়ীদের নাম-ঠিকানা রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।

৬) কুইজের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ