সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৬:১৪ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন , রোহিঙ্গা সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকার। রোহিঙ্গা সমস্যা জিইয়ে রেখে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে থেকে সুবিধা নিতে চায় সরকার।

জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে আজ রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে  শ্রদ্ধা নিবেদন শেষে দলের  মহাসচিব এমন অভিযোগ করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় নিয়ে কোনো কথা নেই। সরকার প্রধান ও দলের নেতারা কেউই এ বিষয়ে কার্যকর কিছু করেননি। রোহিঙ্গা সমস্যা বিষয়ে সংশ্লিষ্ট  ভারত বা চীনের কাছেও  সরকার যেতে পারেনি। দেশীয় রাজনোইতিক প্রস্থিতি প্রসংগে বিএনপি মহাসচিব বলেছেন, একটি ফ্যাসিস্ট দানবীয় সরকার নির্বাচন না করেই ক্ষমতায় বসে আছে। আমাদের এখন মূল লক্ষ্য হবে এদেশের মানুষকে সাথে নিয়ে একটি গণআন্দোলন গড়ে তোলা। মির্জা ফখরুল বলেন , দেশে গণতন্ত্র নেই। দেশে মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে।

তিনি আশা করেন,  দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচনী সরকার ব্যবস্থার মাধ্যমে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। যাতে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হতে পারে।

বিএনপি সব সময়ই চোরাগলিপথে ও ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সরকারের কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সব সময় সহজ-সরল পথে হেঁটে, গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে; সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে। আর বিএনপি সব সময়ই চোরাগলিপথে ও ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায়  মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরো বলেন, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, বন্দুক-রাইফেলের নলের মুখে। অস্ত্রের ও ক্ষমতার ভয় দেখিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষকে বিভ্রান্ত করে, মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃত করে এবং মিথ্যাচার করে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। রাজাকার-আলবদরদের দিয়ে দল গঠন করে বিএনপি দেশের বীর মুক্তিযোদ্ধাদের হেয় করেছিল। এই রাজাকার-আলবদর ও যুদ্ধাপরাধীদের দিয়ে বিএনপি দীর্ঘদিন দেশ শাসন করেছে। #

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ