হামাসের হামলায় ইসরাইলের ৪ সেনা নিহত; অফিসারসহ আহত আরো ৪ জন
https://parstoday.ir/bn/news/event-i137532
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো চার দখলদার সেনা নিহত হয়েছে। গতকাল (শুক্রবার) দুই পক্ষের মধ্যে পুরো গাজা জুড়ে ভয়াবহ সংঘর্ষের সময় এসব সেনা নিহত হয়। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১১, ২০২৪ ১৭:২৮ Asia/Dhaka
  • নিহত ৪ ইসরাইলি সেনা
    নিহত ৪ ইসরাইলি সেনা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো চার দখলদার সেনা নিহত হয়েছে। গতকাল (শুক্রবার) দুই পক্ষের মধ্যে পুরো গাজা জুড়ে ভয়াবহ সংঘর্ষের সময় এসব সেনা নিহত হয়। 

ইসরাইলি গণমাধ্যম বলছে, গাজার যেইতুন এলাকায় ইহুদিবাদীদের এই চার সেনা নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি গলিপথে পেতে রাখা বোমার বিস্ফোরণে এসব সেনা নিহত হয়। ওই এলাকায় ইসরাইলের একজন অফিসার এবং একজন সিপাহী আহত হয়।এছাড়া, রাফাহ এলাকায় আরো ২ সেনা আহত হয়েছে।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের দাবী মোতাবেক এ পর্যন্ত ২৭১ জন সেনা নিহত হলো। তবে, হামাস বলছে ইসরাইলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

এর পাশাপাশি গতকাল হামাস যোদ্ধারা অধিকৃত বিরশেবা এলাকায় রকেট হামলা চালায়। এতে একজন মহিলা সামান্য আহত হয় বলে দাবি করেছে ইসরাইলি গণমাধ্যম। গত ডিসেম্বর মাসের পর এই প্রথম বিরশেবা এলাকায় রকেট হামলা হলো। 

এদিকে, ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে স্থল আগ্রাসন জোরদার করেছে ইহুদিবাদী ইসরাইল। তবে ওই এলাকায় হামাস যোদ্ধারাও দখলদার সেনাদের বিরুদ্ধে প্রচণ্ডভাবে রুখে দাঁড়িয়েছে। রাফাহ থেকে এরইমধ্যে প্রায় দুই লাখ ফিলিস্তিনি সরে গেছেন।

অন্যদিকে, গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলে প্রচণ্ড বিক্ষোভ অব্যাহত রয়েছে। দ্রুত হামাসের সাথে নেতানিয়াহু সরকারের যুদ্ধবিরতি চুক্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১