রাহুল গান্ধীর বয়সের চেয়েও লোকসভায় কম আসন পাবে কংগ্রেস: নরেন্দ্র মোদি
(last modified Sun, 12 May 2024 11:59:00 GMT )
মে ১২, ২০২৪ ১৭:৫৯ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের চলমান লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বয়সের চেয়ে তার দল কম আসন পাবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় ও হুগলির চুঁচুড়ায় বিজেপি আয়োজিত জনসভায় নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

মোদি বলেন, "২০২৪ সালের এই ভোট দেশের নেতৃত্বে নির্বাচনের ভোট। গোটা দেশের আশীর্বাদ বিজেপির সঙ্গে রয়েছে। সকলের আশা ভরসা আস্থা বিজেপির পদ্ম এবং মোদির উপর আছে। গত দশ বছর দেশ দেখেছে, মোদির মজবুত সরকার দেশের জন্য ভালো। তিন দফা নির্বাচন হয়েছে, চতুর্থ দফা আগামীকাল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপি এবং এনডিএ জোট চারশো পার করবে। আর ওদিকে কংগ্রেসের শাহাজাদা তাঁর যা বয়স হয়েছে, এই নির্বাচনে তাঁর থেকেও কম আসন পাবে।"

এর আগে ভাটপাড়ার জনসভায় নরেন্দ্র মোদি বলেন, বাংলাকে দুর্নীতির আখড়া বানিয়েছেন মমতা এবং তৃণমূল সরকার। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে অবাধে দুর্নীতি করা হয়েছে। চাকরির জন্য ঘুষ নিয়েছে। এই মমতা সরকার ২ লাখ ৩০ হাজার কোটি রুপির হিসাব দেয়নি। তাই যারা দুর্নীতি করেছে, তারা কেউ ছাড় পাবে না।

সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে মোদি বলেন, দুর্নীতিবাজ আর সন্দেশখালীর সন্ত্রাসীদের মুখে বড় বড় কথা। সন্দেশখালীর ‘ত্রাস’ শেখ শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র, গোলাবারুদ। সেই শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছেন মমতা, কিন্তু সে চেষ্টা সফল হবে না।

মোদি আরও বলেন, তৃণমূলের মদদে বাংলায় অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত। বিজেপি এই বাংলায় অনুপ্রবেশ রুখবে।

এরপর মোদি তাঁর ভাষণে তাঁর পাঁচটি গ্যারান্টির কথা উল্লেখ করেন। এই পাঁচ গ্যারান্টি হলো ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয়, তফসিলি জনজাতির সংরক্ষণ কেউ বন্ধ করতে পারবে না। রামনবমী পালন করতে ও রামের পূজা দিতে কেউ বাধা দিতে পারবে না। রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ বদলাতে পারবে না। আর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কেউ আটকাতে পারবে না।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।