মত প্রকাশের স্বাধীনতা সহ্য করতে পারে না ইউরোপীয় ইউনিয়ন: রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i137788
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলো ভিন্নমত প্রকাশে বাধা এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাব ভলোদিন এ অভিযোগ করে বলেছেন, এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো নিজ জনগণের সঙ্গে প্রতারণা করছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৯, ২০২৪ ১৪:৪৩ Asia/Dhaka
  • মত প্রকাশের স্বাধীনতা সহ্য করতে পারে না ইউরোপীয় ইউনিয়ন: রাশিয়া

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলো ভিন্নমত প্রকাশে বাধা এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাব ভলোদিন এ অভিযোগ করে বলেছেন, এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো নিজ জনগণের সঙ্গে প্রতারণা করছে।

ইইউভুক্ত দেশগুলোতে রাশিয়ার গণমাধ্যমগুলোর ওপর ব্রাসেলস যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ায়ও ইউরোপীয় গণমাধ্যমগুলোর বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিতে পারে বলে আভাস পাওয়া গেছে।

ইউরোপীয় কাউন্সিল গত শুক্রবার চারটি গণমাধ্যম এই অজুহাতে নিষিদ্ধ করে যে, এসব মিডিয়া রাশিয়ার পক্ষে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিষেধাজ্ঞার শিকার গণমাধ্যমগুলো হচ্ছে, রিয়া নোভোস্তি বার্তা সংস্থা, ইজভেস্তিয়া ও রোসিয়াস্কায়া গেজেটা পত্রিকা এবং চেক প্রজাতন্ত্র-ভিত্তিক নিউজ পোর্টাল ভয়েস অব ইউরোপ।

ভলোদিন শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ইউরোপের নাগরিকরা প্রকৃত ও নির্ভরযোগ্য তথ্য জানতে পারুক তা ইইউ মেনে নিতে পারছে না। রাশিয়ার এই আইনপ্রণেতা আরো বলেন, কাজেই মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে দ্বৈত নীতি এখন ইউরোপীয় অবকাঠামোর অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। তারা মুখে মত প্রকাশের স্বাধীনতার ফেনা তোলে কিন্তু বাস্তবে একথা বিশ্বাস করে না এবং সহ্য করতে পারে না।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।