ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনতে বলেননি পুতিন: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
(last modified Sun, 13 Jul 2025 13:52:59 GMT )
জুলাই ১৩, ২০২৫ ১৯:৫২ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে রাশিয়াকে জড়িয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের দাবিকে ‘নোংরা রাজনৈতিক প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, অ্যাক্সিওস নামক ওয়েবসাইট দাবি করেছে ইরানকে ‘শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’ চুক্তিতে রাজি হতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু এই দাবি ভিত্তিহীন। সাম্প্রতিক এই প্রতিবেদন আসলে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত আরেকটি রাজনৈতিক ষড়যন্ত্র মাত্র।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, “মস্কো বরাবরই রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে এবং গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

বিবৃতির শেষে আরো বলা হয়েছে, “আমরা বিশ্বের দায়িত্বশীল গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন শুধুমাত্র বিশ্বাসযোগ্য ও সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ করে, বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করে এবং ভুল তথ্য বা ভুয়া খবর প্রচার করা থেকে বিরত থাকে।

অ্যাক্সিওস শনিবার এক প্রতিবেদনে দাবি করে, সম্প্রতি পুতিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপে ইরানের ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা আরো দাবি করেছিল, পুতিন এই প্রস্তাবটি ইরানিদের উৎসাহ দিয়ে উপস্থাপন করেছিলেন, কিন্তু ইরানিরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি যে সম্পূর্ণ ভুয়া তা স্পষ্ট জানিয়ে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।