২০২৫ সালের টেনিস মৌসুমে নতুন ইতিহাস
এশিয়ান ফ্রিস্টাইল কুস্তিতে ইরানি যুবাদের ঝলক; দুটি স্বর্ণসহ ৪টি পদক জয়
-
ইরানি যুব ফ্রিস্টাইল কুস্তির ৯৭ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পদক জেতেন এরফান আলিজাদেহ
পার্সটুডে: এশিয়ান যুব ফ্রিস্টাইল কুস্তি চ্যাম্পিয়নশিপের প্রথম পাঁচটি ওজন বিভাগে ইরানের ক্রীড়াবিদরা দুটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেছে।
পার্সটুডে জানিয়েছে, শনিবার কিরগিজস্তানে অনুষ্ঠিত এশিয়ান যুব ফ্রিস্টাইল কুস্তি চ্যাম্পিয়নশিপের ৭০ কেজি ওজন বিভাগে ইব্রাহিম এলাহি এবং ৯৭ কেজি ওজন বিভাগে এরফান আলিজাদেহ স্বর্ণ পদক জয় করেন। আবুলফাজল শামসিপুর (৭৯ কেজি) রৌপ্য পদক এবং আরশিয়া হাদ্দাদি (৫৭ কেজি) ব্রোঞ্জ পদক অর্জন করেন।
২০২৫ টেনিস বিশ্বে ইতিহাস সৃষ্টি
টেনিস ইতিহাসে প্রথমবারের মতো, একই মৌসুমে বিশ্বের ১ ও ২ নম্বর খেলোয়াড় তিনটি গ্র্যান্ড স্লাম ফাইনালে একে অপরের মুখোমুখি হন। এই ঐতিহাসিক ঘটনাটি পুরুষদের সিঙ্গেলস র্যাঙ্কিংয়ে ঘটেছে। উইম্বলডন ২০২৫-এর ফাইনালে বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড় ইয়ানিক সিনার কার্লোস আলকারাজ (বিশ্ব নং ২)-এর মুখোমুখি হবেন। এর আগে, এই দুই খেলোয়াড় রোলান গ্যারোস ২০২৫-এর ফাইনালেও দেখা করেছিলেন, যেখানে আলকারাজ পাঁচ সেটের উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ী হন। এছাড়াও, অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এর ফাইনালে সিনার (সেই সময় বিশ্বের ১ নম্বর খেলোয়াড়) আলেকজান্ডার জভেরেভ (বিশ্ব নং ২)-কে ৩-০ ব্যবধানে পরাজিত করেন।
ভলিবল নেশনস লিগ: জাপানের জায়ান্ট-কিলিং
নারীদের ভলিবল নেশনস লিগের তৃতীয় সপ্তাহে, শীর্ষস্থানীয় দুই দল জাপান ও পোল্যান্ড একটি চমকপ্রদ ম্যাচে মুখোমুখি হয়, যেখানে জাপান ৩-১ ব্যবধানে জয়লাভ করে। জাপান প্রথম, তৃতীয় এবং চতুর্থ সেট যথাক্রমে ২৫-২১, ২৫-২৩ এবং ২৫-২২ ব্যবধানে জিতে, অন্যদিকে পোল্যান্ড শুধুমাত্র দ্বিতীয় সেট ২৫-২৩ ব্যবধানে জয়লাভ করে।
বিশ্ব সেনা মুয়াই থাই চ্যাম্পিয়নশিপে ইরানের স্বর্ণ
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত প্রথম বিশ্ব সেনা মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ (সিআইএসএম) শেষ হয়েছে। শনিবার, ৭৫ কেজি ওজন বিভাগের ফাইনালে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হোসেইন ফারাহানি একটি রোমাঞ্চকর লড়াইয়ে থাই প্রতিপক্ষকে ৩০-২৭ স্কোরে পরাজিত করে স্বর্ণ পদক জয় করেন।
ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালের রেফারি ইরানের আলিরেজা ফাগানি
রবিবার রাত ১০:৩০ টায় (স্থানীয় সময়) চেলসি এবং প্যারিস সেন্ট-জার্মেইন ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। ফিফা নিশ্চিত করেছে যে, ইরানের বিখ্যাত রেফারি আলিরেজা ফাগানি এই ম্যাচটি পরিচালনা করবেন।#
পার্সটুডে/এমএআর/১৩