গ্রেফতারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে
(last modified Wed, 22 May 2024 09:38:37 GMT )
মে ২২, ২০২৪ ১৫:৩৮ Asia/Dhaka
  • গ্রেফতারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে

ইউরোপের প্রথম দেশ হিসেবে নরওয়ে ঘোষণা করেছে, আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে দেশটি ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করবে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড মঙ্গলবার অসলোয় বলেন, হেগের আদালত যদি গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে তারপর নেতানিয়াহু বা গ্যালান্ট নরওয়েতে প্রবেশ করলে তাদেরকে গ্রেফতার করা হবে। এইডের বরাত দিয়ে নরওয়ের একটি অনলাইন পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে আটক করে হেগের আদালতের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রী বলেন, নরওয়ের আইনে স্পষ্ট বলা আছে, আইসিসি কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে আটক করে ওই আদালতের কাছে হস্তান্তর করতে হবে। তিনি আরো বলেন, “আমরা আশা করছি আইসিসিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশ একই কাজ করবে।”

আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর অভিযোগে গত সোমবার নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সুপারিশ করেছেন। শিগগিরই আইসিসির বিচারকদের একটি প্যানেল ওই সুপারিশ বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নির্দেশ জারি করবে বলে আশা করা হচ্ছে।

করিম খান অবশ্য দুই ইসরাইলি শীর্ষ কর্মকর্তার পাশাপাশি হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মাদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির সুপারিশ করেছেন। তবে হামাস বলেছে, গাজায় গণহত্যা পরিচালনাকারী দখলদারদের সঙ্গে নিজ ভূখণ্ড রক্ষার কাজে জিহাদকারী নেতাদের একই পাল্লায় মাপা ঠিক হয়নি।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ