মে ২৫, ২০২৪ ১২:৫৩ Asia/Dhaka
  • ইসরাইলি বন্দরে নতুন করে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা

ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ইসরাইলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা ড্রোন দিয়ে হামলা চালায়। পিএমইউ’র এই বিবৃতি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা ইসরাইলি অবস্থানে এই হামলা চালিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মাঝেমধ্যেই তারা ইরাক থেকে ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। 

এছাড়া, ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছে আমেরিকা।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ