মে ২৫, ২০২৪ ১৭:১০ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা
    ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে অবিলম্বে সামরিক অভিযান স্থগিত রাখার যে নির্দেশ দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে হেগভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে গতকাল (শুক্রবার) ইসরাইলকে রাফা হামলা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দিতে বলেছে। সেইসাথে গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালতের আদেশ পড়ে শোনান আইসিজের প্রেসিডেন্ট নওয়াফ সালাম। তিনি বলেন, “রাফাহ গভর্নরেটে ইসরাইলকে অবশ্যই তাদের সামরিক অভিযান ও আরও যে সব কর্মকাণ্ড তারা চালাচ্ছে যাতে ফিলিস্তিনিরা ধ্বংস হতে পারে- সেগুলো বন্ধ করতে হবে।“

কিন্তু এই রায়ের পর ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই রায়কে ‘ভুয়া, ভয়ানক এবং ন্যায়বিচার পরিপন্থী’ বলে প্রত্যাখ্যান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রত্যেক দেশেরই আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ অনুসরণের ভিত্তিতে নিজেদের নাগরিক ও সীমানা রক্ষার অধিকার রয়েছে এবং ইসরাইল ঠিক তা-ই করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাফার বেসামরিক ফিলিস্তিনিদের ব্যাপক শারীরিক ক্ষয়ক্ষতি এড়িয়ে সেখানে অভিযান চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রধান লক্ষ্য সেখানকার শত্রু ঘাঁটিগুলোতে অভিযান চালানো। বেসামরিক ফিলিস্তিনিদের ক্ষতিসাধন নয়।’

এদিকে, রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আইসিজে'র নির্দেশের কয়েক মিনিটের মধ্যেই তা অমান্য করে হামলা শাবউরা শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের জঙ্গিবিমান। হামলাস্থলের কাছাকাছি কুয়েত হাসপাতালের একজন কর্মী বলেন, তুমুল বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা অভিযানস্থলে পৌঁছতে পারছে না।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ