মে ২৪, ২০২৪ ২১:০৪ Asia/Dhaka
  • আন্তর্জাতিক বিচার আদালতের কৌঁসুলিরা
    আন্তর্জাতিক বিচার আদালতের কৌঁসুলিরা

গাজার দক্ষিণের শহর রাফায় ইহুদিবাদী ইসরাইলকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দক্ষিণ আফ্রিকার করা মামলার পরিপ্রেক্ষিতে আজ (শুক্রবার) এ আদেশ দেয় হেগভিত্তিক জাতিসংঘের এই শীর্ষ আদালত।

আদালতের আদেশ পড়ে শোনান আইসিজের প্রেসিডেন্ট নওয়াফ সালাম। তিনি বলেন, গত মার্চ মাসে আদালত গাজার পরিস্থিতি স্বাভাবিক করার আদেশ দিলেও এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক হয়নি এবং নতুন এ জরুরি আদেশ দেওয়া হলো।

তিনি বলেন, 'ইসরাইল অবিলম্বে সামরিক হামলা বন্ধ করবে। রাফায় যেকোনো আক্রমণ গাজায় ফিলিস্তিনিদের ওপর প্রভাব ফেলবে এবং এটি গাজাবাসীর জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।'

রায়ে আইসিজের প্রধান কৌসুঁলি নাওফা সালাম বলেছেন, রাফায় ইসরাইলি সামরিক হামলা সেখানকার বেসামরিক মানুষের জন্য ধ্বংস ডেকে আনবে। অবশ্যই রাফায় ইসরাইলকে রাফায় হামলা বন্ধ করতে হবে। আদালতের রায়ে রাফার পরিস্থিতি ধ্বংসাত্মক বলে উল্লেখ করা হয়।

আদালতের বিচারকরা বলেছেন, ইসরাইল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নন। এই রায়ে গাজায় বেসামরিকদের ওপর ইসরাইলি হামলা 'অমূলক' বলে উল্লেখ করেছে আদালত। 

জাতিসংঘের এই আদালত ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের তদন্ত পরিচালনাকারীদের গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। এছাড়া, হামলা বন্ধ করে ইসরাইলকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশও দিয়েছে আদালত।

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিশর ও গাজার মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে আইসিজে।

এই আদেশ ১৫ বিচারকের প্যানেলে ১৩-২ ভোটে গৃহীত হয়। শুধু উগান্ডা ও ইসরাইলের বিচারকরা এর বিরোধিতা করেছেন।

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গত ডিসেম্বরে এ মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ইসরাইল প্রতিবারই গাজায় গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

 

ট্যাগ