মে ২৫, ২০২৪ ১৮:১৮ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইরাকের প্রেসিডেন্টের সাক্ষাৎ
    ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইরাকের প্রেসিডেন্টের সাক্ষাৎ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান সফর এসেছেন ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদ। গত রোববার প্রেসিডেন্ট রায়িসি এবং কয়েকজন সফরসঙ্গী ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন। 

তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ইরাকের প্রেসিডেন্ট সফরে আসেন এবং তাকে বহনকারী বিমানটি তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইরানের প্রেসিডেন্টের শাহাদাতের ঘটনায় দেশটির জনগণ ও সরকারকে সমবেদনা জানানোর জন্য ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির তেহরান সফরের কয়েকদিন পর ইরাকের প্রেসিডেন্ট শহীদ রায়িসির প্রতি শ্রদ্ধা জানাতে এলেন। বুধবার তেহরানে অনুষ্ঠিত রায়িসির নামাজে জানাযায় ইরাকের প্রধানমন্ত্রীসহ বিশ্বের ৬০টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশ নেন।

ইরাকের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসির নামাজে জানাজা অনুষ্ঠানে অংশ নেন এবং ইরাকের পক্ষ থেকে তিনি ইরানের নেতৃত্ব, সরকার এবং জনগণকে শোক ও সমবেদনা জানান। তিনি সে সময় বলেছিলেন, “আমরা প্রেসিডেন্ট রায়িসির মধ্যে শুধু যা দেখেছি তা হচ্ছে- সততা, আন্তরিকতা, বিশুদ্ধতা, কাজ এবং জনগণকে সেবা করা।”#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ