মে ২৬, ২০২৪ ১১:৩৬ Asia/Dhaka
  • মার্গারিটা রবেলস
    মার্গারিটা রবেলস

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনকে "প্রকৃত গণহত্যা" বলে অভিহিত করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বর্বরতা অব্যাহত থাকার মধ্যে তিনি এ বক্তব্য দিলেন। 

গতকাল (শুক্রবার) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভিই-কে দেয়া এক সাক্ষাৎকারে রুবেলস বলেন, “গাজায় যা ঘটছে তা প্রকৃত গণহত্যা এবং আমরা তাকে কোনভাবেই উপেক্ষা করতে পারি না।

তিনি আরো বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে স্পেন সম্প্রতি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা ইসরাইলবিরোধী কোনো পদক্ষেপ নয় বরং অবরুদ্ধ এলাকায় চলমান সংঘাতের অবসান ঘটানোর পরিকল্পনা থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।

রাফা শহরে ইসরাইলি বোমা হামলা

গত বুধবার আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর প্রতিক্রিয়ায় ইহুদিবাদী ইসরাইলি কর্তৃপক্ষ এসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত ডেকে পাঠায় এবং তারা স্পেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার হুমকি দেয়। 

এদিকে, শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত অবিলম্বে রাফাহ শহরে ইসরাইলের আগ্রাসন বন্ধের জন্য যে নির্দেশ দিয়েছে তা মান্য করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস।# 

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৬

ট্যাগ