মে ২৬, ২০২৪ ১৬:০৯ Asia/Dhaka
  • ইরানের সাথে শিগগিরি কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করবে বাহরাইন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে শিগগিরই কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাহরাইনের ফার্স্ট ডেপুটি স্পিকার আব্দুল নবী সালমান। দুই দেশের মধ্যে গত আট বছরের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্বহাল করা খুবই গুরুত্বপূর্ণ কারণ ইরান হচ্ছে প্রতিবেশী একটি দেশ এবং বাহরাইন আঞ্চলিক প্রতিটি দেশের সাথে সম্পর্ক রাখার বিষয়টি সমর্থন করে। 

আব্দুল নবী সালমান বলেন, মানামা এবং তেহরানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করার পর সে ব্যাপারে বাহরাইনের সরকার ও সংসদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া রয়েছে; এমনকি জাতীয় সংসদের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক বিবৃতি দেয়া হয়েছে। পারস্য উপসাগরীয় অন্য যেকোনো দেশের চেয়ে বাহরাইন হচ্ছে ইরানের সবচেয়ে কাছের দেশ। ইরানের বহু বিশেষজ্ঞ বাহরাইনে বসবাস করেন এবং বাহরাইনের নাগরিকদেরও আমরা ইরানে বসবাস করতে দেখছি। এর পাশাপাশি বহু দশক আগে থেকে ইরান ও বাহারাইনের মধ্যে বাণিজ্য চলে আসছে। 

ইরানের সাথে স্থিতিশীল ও শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে বাহরাইনের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, খুব শিগগিরি আশা করা যায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হবে যার ভিত্তি হবে সম্মান এবং সৎ প্রতিবেশীসুলভ দৃষ্টিভঙ্গি। তিনি জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহী এবং ইরান ও বাহরাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে তারা মধ্যস্থতা করছে।

বাহরাইনের ডেপুটি স্পিকার বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু তা চিরদিন স্থায়ী হতে পারে না। এখন দুই দেশেরই উচিত- আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা পালন করা।#

 পার্সটুডে/এসআইবি/এমএআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

ট্যাগ