ন্যাটো সামরিক জোট তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে: হাঙ্গেরির অভিযোগ 
https://parstoday.ir/bn/news/event-i138196-ন্যাটো_সামরিক_জোট_তৃতীয়_বিশ্বযুদ্ধের_ঝুঁকি_সৃষ্টি_করছে_হাঙ্গেরির_অভিযোগ
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি সৃষ্টি করছে। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে ন্যাটো সামরিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের যখন বৈঠক চলছে তখন গতকাল (শুক্রবার) অরবান এ কথা বলেন। তিনি বলেন, ন্যাটো জোট প্রতি সপ্তাহে যুদ্ধের কাছাকাছি এগিয়ে যাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০১, ২০২৪ ১২:৫৯ Asia/Dhaka
  • হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান
    হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি সৃষ্টি করছে। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে ন্যাটো সামরিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের যখন বৈঠক চলছে তখন গতকাল (শুক্রবার) অরবান এ কথা বলেন। তিনি বলেন, ন্যাটো জোট প্রতি সপ্তাহে যুদ্ধের কাছাকাছি এগিয়ে যাচ্ছে।

সম্প্রতি ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পশ্চিমা অস্ত্র ব্যবহারের বিষয়ে ইউক্রেনের জন্য যেসব বিধিনিষেধ রয়েছে তা পুনর্বিবেচনা করতে জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এরপর হাঙ্গেরির প্রধানমন্ত্রী এই বক্তব্য দিলেন। 

ভিক্টর অরবান বলেন, ইউক্রেনের মাটিতে ফ্রান্সের সামরিক প্রশিক্ষক পাঠানোর উদ্যোগ এবং পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দেয়া খুবই উদ্বেগজনক বিষয় এবং এসব পদক্ষেপ বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করছে। 

তিনি বলেন, “অদ্ভূত ব্যাপার হচ্ছে যে, ন্যাটো জোট আমাদের রক্ষা করার পরিবর্তে আমাদেরকে যুদ্ধের ভিতর ঠেলে দিচ্ছে যা বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। দাহ্য পদার্থ দিয়ে আগুন নেভানোর চেষ্টা খুবই অযৌক্তিক কথা।” 

গত বৃহস্পতিবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনকে আমেরিকার তৈরি গোলাবারুদ দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পথ ধরে জার্মানিও একইভাবে রাশিয়ায় হামলা চালানোর জন্য জার্মানির সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ইউক্রেনকে।#

পার্সটুডে/এসআইবি/৩১