জুন ০৩, ২০২৪ ১৪:৩১ Asia/Dhaka
  • ইরান অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে: আইআরজিসি কমান্ডার

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ এখন একটি অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে; কাজেই এদেশের বিরুদ্ধে এখন আর কেউ সামরিক ব্যবস্থা নেয়ার কথা বলার সাহস করে না।

তিনি গতকাল (রোববার) ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বেচ্ছাসেবী বাহিনী- বাসিজ প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান। সালামি বলেন, “এখন আর কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার বা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পথ খোলা রাখার কথা মুখে উচ্চারণ করে না।”

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, রাজনৈতিক ও সামরিক ইস্যুর ঊর্ধ্বে উঠে ইরানের অর্থনৈতিক উন্নতি হওয়ার কারণে সামরিক দিক দিয়ে সবাই ইরানকে সমীহ করতে শুরু করেছে। পুঁজি বিনিয়োগের দিক দিয়ে ইরান এখন আদর্শতম দেশে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

জেনারেল সালামি বলেন, ইরান এমন একটি অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে যে তার লক্ষ্যগুলো অর্জন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ইরানকে দাম্ভিক শক্তিগুলোর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য শত্রুরা নানা ধরনের কৌশল অবলম্বন করা সত্ত্বেও ইরান উল্টো আধিপত্যকামী দেশগুলোর তৈরি শক্তির ভারসাম্য নষ্ট করে দিয়েছে।

গত এপ্রিলে ইরান ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল সেকথা উল্লেখ করে জেনারেল সালামি বলেন, ওই হামলায় শুধু ইসরাইল নয় তার পেছনে থাকা একটি বিশাল রাজনৈতিক শক্তিকে পরাভূত করেছে ইরান। তিনি বলেন, ব্রিটেনসহ ইসরাইলের পৃষ্ঠপোষক সবগুলো বৃহৎ শক্তি ইরানকে ওই হামলা চালানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। কিন্তু তাদের সব ধরনের সম্ভাব্য পাল্টা ব্যবস্থা মাথায় রেখে ইরান ওই হামলা চালায় এবং তাদের সকল কৌশল ব্যর্থ করে দেয়। এ ঘটনাকে তিনি ইরানের শক্তিমত্তার নিদর্শন বলেন মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএমআই/৩  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ