জুন ০৬, ২০২৪ ০৯:৫২ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ইরানের আরেকজন সামরিক উপদেষ্টার শাহাদাতের ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরাইলকে ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার মূল্য দিতে হবে এবং সে যেন প্রস্তুত থাকে।

গত সোমবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে ইহুদিবাদী বাহিনীর এক বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত ও ১৫ জন আহত হন। নিহতদের মধ্যে ইরানের সামরিক উপদেষ্টা সাঈদ অবইয়ারও ছিলেন।

জেনারেল সালামি অবইয়ারের পরিবারবর্গকে সান্ত্বনা জানিয়ে বলেন, শিশু হত্যাকারী ইহুদিবাদী ক্রিমিনালের গোষ্ঠী জেনে রাখুক আলেপ্পোয় নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর জন্য তাকে মূল্য পরিশোধ করতে হবে। সে যেন এজন্য প্রস্তুত থাকে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হলে দামেস্কের রাষ্ট্রীয় অনুরোধে সন্ত্রাসীদের দমনে সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠানো শুরু করে ইরান। তখন থেকে এ পর্যন্ত ইরানি সামরিক উপদেষ্টাদের লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় ইহুদিবাদী সরকারের হামলার মাত্রা বেড়ে যায়। এর মধ্যে গত মাসের গোড়ার দিকে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে ওই ভবনটি ধ্বংস করার পাশাপাশি বেশ কয়েকজন সামরিক উপদেষ্টাকে হত্যা করে তেল আবিব।

এর জবাবে ইরান ১৩ মে ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান ওই হামলা চালানোর আগেও তেল আবিবকে কয়েকবার সতর্ক করেছিল।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ