ইসরাইলের হুমকি আমাদের কাছে কৌতুকের শামিল: হিজবুল্লাহ নেতা
(last modified Thu, 06 Jun 2024 03:52:18 GMT )
জুন ০৬, ২০২৪ ০৯:৫২ Asia/Dhaka
  • মোহাম্মাদ রাদ
    মোহাম্মাদ রাদ

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে ‘অত্যন্ত শক্তিশালী’ আঘাত হানার যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে হিজুবল্লাহ।

লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর নির্বাচিত প্রতিনিধি মোহাম্মাদ রাদ বলেছেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তার সংগঠন প্রস্তুত রয়েছে। তিনি ইরানের আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজা যুদ্ধে পরাজিত ইসরাইলি বাহিনীর মনোবল চাঙ্গা করার জন্য এ ধরনের চোখ রাঙানি দেয়া হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের উত্তরাঞ্চলীয় কিরিয়াম শমোনা শহর লক্ষ্য করে হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এতে ইহুদিবাদীদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে যদিও এসব খবর ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী মঙ্গলবার কিরিয়াত শমোনা সফরে গিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর হুমকি দেন। তিনি বলেন, যদি কেউ মনে করে আক্রান্ত হওয়ার পর ইসরাইল হাত গুটিয়ে বসে থাকবে তাহলে সে ভুলের মধ্যে আছে। আমরা অত্যন্ত কঠোর আঘাত হানার প্রস্তুতি নিয়েছি।

এর জবাবে মোহাম্মাদ রাদ বলেন, “যারা ইসরাইলের সামরিক দুর্বলতা সম্পর্কে সম্যক অবহিত তাদের কাছে এ ধরনের হুমকি যে নিছক হাস্যরসের সৃষ্টি করে তা তেল আবিব জানে। তারপরও ইহুদিবাদী শত্রু  লেবাননের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করে বসতে পারে। আর সে যদি তা করে তাহলে তা হবে তার জন্য আত্মহত্যার শামিল।”

লেবাননের এই সিনিয়র সংসদ সদস্য আরো বলেন, গত বছরের ৭ অক্টোবর প্রতিরোধ ফ্রন্টের আল-আকসা তুফান অভিযানে নিজের নিরাপত্তা হারিয়েছে ইসরাইল। ওই নিরাপত্তা আর কোনোদিন ফিরে পাবে না তেল আবিব। এখন গাজায় আগ্রাসন বন্ধ করা ছাড়া ইসরাইলের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ