জনমত জরিপের ফলাফল
‘সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ তরুণ মনে করে ইসরাইলের অস্তিত্ব থাকা উচিত না’
ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ তরুণ-তরুণী মনে করে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব থাকা উচিত নয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমানে ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তার জন্য তারা দখলদার এই শক্তিকেই দায়ী বলে মনে করে।
ব্রিটেনের নিউজ অ্যান্ড অপিনিয়ন ওয়েবসাইট ‘আনহার্ড’ গতকাল (বুধবার) এক জনমত জরিপের ফলাফলে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ব্রিটেনের ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের শতকরা ৫৪ ভাগ মনে করে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব থাকা উচিত নয়। তবে ৬৫ বছরের বেশি বয়সীদের শতকরা সাত ভাগ এই মতের পক্ষে।
ব্রিটেনের পররাষ্ট্রনীতি নিয়ে ১০১২ জন ভোটারের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। ফোকালডাটা নামে একটি প্রতিষ্ঠান জরিপটি পরিচালনা করেছে। ১৮ থেকে ২৪ বছর বয়সী এই গ্রুপের তরুণ তরুণীরা চলমান গাজা যুদ্ধের জন্য দখলদার ইসরাইলকে দায়ী করেছে।
এর আগে গত ডিসেম্বর মাসে আমেরিকায় একটি জরিপ পরিচালনা করা হয় যাতে দেখা যায়- ১৮ থেকে ২৪ বছর বয়সী শতকরা ৫১ ভাগ মার্কিন তরুণ বলেছিল, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানের মূল উপায় হলো ইসরাইলের অস্তিত্ব শেষ করে ফিলিস্তিনিদের হাতে মূল ভূখণ্ড তুলে দেয়া।
গত ৭ অক্টোবর হামাস ইসরাইলের বিরুদ্ধে ঐতিহাসিক অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনা করার পর আমেরিকায় এই জরিপ পরিচালনা করা হয়।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।