লেবাননের ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আক্রমণে নাবিহ বেরির তীব্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/event-i152880-লেবাননের_ওপর_ইহুদিবাদী_ইসরাইলের_ভয়াবহ_আক্রমণে_নাবিহ_বেরির_তীব্র_প্রতিক্রিয়া
পার্সটুডে-লেবাননের পার্লামেন্ট স্পিকার দক্ষিণ লেবাননের আল-মুসিলেহ এলাকায় ইহুদিবাদী ইসরাইলি আক্রমণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নাবিহ বেরি ওই আক্রমণকে লেবানন এবং লেবাননের জনগণের ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ১১, ২০২৫ ২০:২০ Asia/Dhaka
  • লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি
    লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি

পার্সটুডে-লেবাননের পার্লামেন্ট স্পিকার দক্ষিণ লেবাননের আল-মুসিলেহ এলাকায় ইহুদিবাদী ইসরাইলি আক্রমণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নাবিহ বেরি ওই আক্রমণকে লেবানন এবং লেবাননের জনগণের ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।

দক্ষিণ লেবাননের আল-মুসিলেহ এলাকায় ইহুদিবাদীদের তীব্র আক্রমণকে লেবাননের এবং দক্ষিণ লেবাননের বাসিন্দাদের দৃঢ় সংকল্পের ওপর কোনও প্রভাব ফেলবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেন: ইসরাইলের সুস্পষ্ট ও নৃশংস আগ্রাসন, আগ্রাসনের সময় এবং স্থান, অথবা লক্ষ্যবস্তুতে হামলার ঘটনায় আমাদের বিশ্বাস এবং নীতিতে পরিবর্তন আসবে না, এমনকি আমাদের জনগণের নীতি এবং বিশ্বাসকেও পরিবর্তন করবে না।

নাবিহ বেরি এই আক্রমণকে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী প্রকৃতির লক্ষণ বলে মনে করেন। তিনি বলেন: এই আক্রমণ আল-মুসিলেহ এলাকা এবং এর বাসিন্দা, শিল্পপতি ও শিল্প কেন্দ্রগুলোর ওপর নয় বরং লেবানন এবং এর জনগণের ওপর আক্রমণ। ইসরাইলি নির্যাতনের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে খ্রিস্টান এবং মুসলিম রক্ত ​​মিশে গেছে ভাগ্যের ঐক্যের এক নতুন দৃশ্যে। তিনি ইহুদি শত্রুর বিরুদ্ধে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উল্লেখ্য যে, আজ সকালে (শনিবার, ১৯ অক্টোবর, ২০২৫) ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমানগুলো লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের সিডন গভর্নরেটের মুসিলেহ শহরে গাড়ি এবং বুলডোজার ইত্যাদি ভারী সড়ক নির্মাণ সরঞ্জামের প্রদর্শনীতে বোমা হামলা চালায়। ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের ফলে ভারী সড়ক নির্মাণ সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয় এবং একজন শহীদ হন ও বেশ কয়েকজন আহত হন।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।