ডুরান্ড লাইনে ভয়ানক সংঘর্ষ; পাক-আফগান উত্তেজনার পরিণতি নিয়ে শঙ্কা
-
ডুরান্ড লাইনে ভয়ানক সংঘর্ষ; পাক-আফগান উত্তেজনার পরিণতি নিয়ে শঙ্কা
পার্সটুডে- পাকিস্তানের বিমান হামলা ও তালেবানের পাল্টা প্রতিক্রিয়ার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডুরান্ড লাইন বরাবর এই উত্তেজনা নানা মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সংকটের বিস্তার রোধ করার আহ্বান জানিয়েছে।
কাবুল ও আফগানিস্তানের কয়েকটি সীমান্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলার পর এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসলামাবাদের দাবি, এ হামলার লক্ষ্য ছিল “তেহরিক-ই-তালেবান পাকিস্তান" বা টিটিপি গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করা। তবে আফগানিস্তানের তালেবান সরকার এই পদক্ষেপকে “জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন” বলে আখ্যা দিয়ে পাকিস্তানের সীমান্ত ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে- আফগান তালেবান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে, তাদের বাহিনী কুনার, নানগারহার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি দখল করেছে এবং পাকিস্তানের ভেতরে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। অন্যদিকে, ইসলামাবাদ এই দাবিগুলো অস্বীকার করেছে এবং তালেবানের হামলার নিন্দা জানিয়ে পাল্টা অভিযানে তাদের ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে।
এই সংকটের মূল শেকড় খুঁজতে হলে “ডুরান্ড লাইন” নিয়ে দুই দেশের পুরোনো বিরোধের দিকে নজর দিতে হবে। ডুরান্ড লাইন এমন একটি সীমান্ত লাইন যা ১৮৯৩ সালে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার নির্ধারণ করেছিল এবং যা আজও দক্ষিণ এশিয়ার অন্যতম সংবেদনশীল বিরোধপূর্ণ পয়েন্ট হিসেবে রয়ে গেছে।
এদিকে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরব ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুই দেশকে সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সংঘাত অব্যাহত থাকলে তা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তাদের মতে, প্রকৃত সমাধান যুদ্ধক্ষেত্রে নয়, বরং কাবুল ও ইসলামাবাদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও সংলাপের মধ্যেই নিহিত; কারণ ডুরান্ড লাইনে নতুন করে বড় যুদ্ধ শুরু হলে তাতে ক্ষতির শিকার হবে দুই দেশের সাধারণ মানুষ।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।