পাকিস্তানের ২০ ঘাঁটি দখল এবং ৫৮ সেনাকে হত্যার দাবি করেছে তালেবান
https://parstoday.ir/bn/news/event-i152902-পাকিস্তানের_২০_ঘাঁটি_দখল_এবং_৫৮_সেনাকে_হত্যার_দাবি_করেছে_তালেবান
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের সাথে তালেবানের গতরাতে সংঘর্ষে ৯ আফগান সেনা নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। এ ছাড়া, ২০টি পাকিস্তানি নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
(last modified 2025-10-12T13:42:44+00:00 )
অক্টোবর ১২, ২০২৫ ১৬:০৬ Asia/Dhaka
  • আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ
    আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের সাথে তালেবানের গতরাতে সংঘর্ষে ৯ আফগান সেনা নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। এ ছাড়া, ২০টি পাকিস্তানি নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তালেবানের মুখপাত্র পাকিস্তান থেকে দায়েশ বা আইএস জঙ্গিদের গুরুত্বপূর্ণ সদস্যদের বহিষ্কারের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন যে আফগানিস্তানের বিরুদ্ধে যে কোনও আক্রমণাত্মক পদক্ষেপের চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি বলেন, সাম্প্রতিক সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

ইরনা ও তোলো নিউজ এজেন্সি জানিয়েছে, জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেছেন যে আইএস জঙ্গিরা, সারা বিশ্ব নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং পাকিস্তানকে হয় এই সদস্যদের আফগানিস্তানের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের মাটি থেকে জঙ্গিদেরকে বের করে দিতে হবে।  

আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সাম্প্রতিক সংঘর্ষের কথা উল্লেখ করে ঘোষণা করেছেন যে এই সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সাম্প্রতিক সংঘর্ষের কথা উল্লেখ করে ঘোষণা করেন যে এই সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন যে কাতার এবং সৌদি আরবের অনুরোধে গত রাতে অভিযান বন্ধ করা হয়েছে এবং পাকিস্তান সরকারকে এই অঞ্চলে নিরাপত্তাহীনতা বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছেন। মুজাহিদ জোর দিয়ে বলেন যে পাকিস্তানের জনগণ এবং দেশটির সেনাবাহিনীর কিছু অংশ সরকারের নীতি সমর্থন করে না।

মুজাহিদ আরও বলেন: "আফগানদের তাদের ভূখণ্ড রক্ষা করার অধিকার রয়েছে এবং তারা সাহসের সাথে তা করছে।" তিনি আরও বলেন, যে কেউ আফগান মাটি বা আকাশসীমা লঙ্ঘন করবে তাকে "কঠোর প্রতিশোধ" নিতে হবে।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।