টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
https://parstoday.ir/bn/news/event-i138466-টানা_তৃতীয়বার_ভারতের_প্রধানমন্ত্রী_হিসেবে_শপথ_নিলেন_মোদি
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ (রোববার) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন তিনি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৯, ২০২৪ ২০:০৫ Asia/Dhaka
  • শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী
    শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ (রোববার) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন তিনি।

রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের আঙিনায় জমকালো শপথগ্রহণ অনুষ্ঠানে ৭ দেশের রাষ্ট্রপ্রধানসহ উপস্থিত ছিলেন আট হাজারেরও বেশি অতিথি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজ্জু, ভুটানের রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ এবং পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ শপথ অনুষ্ঠানে যোগ দেন।

মোদীর পরেই শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। রাজনাথের পর শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গুজরাতের গান্ধীনগরের বিজেপি সাংসদ অমিত শাহ। মন্ত্রী হিসেবে আরও শপথ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, নীতিন গড়করি, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানসহ ৭২ মন্ত্রী। এর মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।

মোদীর শপথগ্রহণ ঘিরে কয়েকদিন ধরেই রাজধানী সাজ সাজ রব ছিল। পুলিশ ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কম্যান্ডোরা শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে আছেন। স্নাইপারের পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে।

আজ সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর সঙ্গে ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সৌধ সদৈব অটল-এও শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী।

এবার লোকসভা নির্বাচনে ২৪০টি আসন পেয়েছে মোদীর দল। সেই পরিস্থিতিতে এনডিএ জোটের বিভিন্ন দলের সাহায্য নিয়ে ২৭২-র ম্যাজিক ফিগার পার করেছে বিজেপি। ২০১৪ সাল এবং ২০১৯ সালে বিজেপি এককভাবেই ম্যাজিক ফিগার পার করে গিয়েছিল। সেই নিরিখে বিচার করলে তৃতীয় দফায় নয়া চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন মোদী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯