জুন ১০, ২০২৪ ২০:০৮ Asia/Dhaka
  • মোদির নতুন মন্ত্রিসভা: পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয় থাকল পুরোনোদের হাতেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন শুরু হয়েছে। ৭২ সদস্যের মন্ত্রিসভায় এবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এস জয়শঙ্করকে। এ ছাড়াও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাজনাথ সিং।

নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণায়েরর দায়িত্বে অমিত শাহকেই পুনর্বহাল করা হয়েছে। এবারও কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকছেন নির্মলা সীতারামন।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মোদির আগের মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন কিরেন রিজুজু। নতুন মন্ত্রিসভায় তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল। সংসদবিষয়ক মন্ত্রী করা হল তাঁকে।  

সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয়েছে নীতীন গড়করিকে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কেন্দ্রীয় কৃষি এবং পঞ্চায়েত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

নয়া কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হচ্ছেন অন্নপূর্ণা দেবী। এই দায়িত্বে ছিলেন স্মৃতি ইরানি। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন পীযূষ গোয়েলই। তৃতীয় দফায় তাঁর উপরেই আস্থা রাখলেন মোদি।

মোদির আগের মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব সামলানো অশ্বিনী বৈষ্ণব এবারও একই দায়িত্ব পেয়েছেন। সেই সঙ্গে তাঁর কাছে রয়ে গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি হয়েছেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রী। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন টিডিপি সাংসদ রামমোহন নায়ডু।

নরেন্দ্র মোদির ৭২ সদস্যের নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ৩০ জন। প্রতিমন্ত্রী রয়েছেন ৩৬ জন এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পাঁচজন। ৩০ পূর্ণ মন্ত্রীর ২৫ জনকেই নিজ দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে বেছে নিয়েছেন মোদি। জোটের শরিকদের মধ্য থেকে নিয়েছেন পাঁচজন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ