গাজায় গণহত্যা চলতে থাকায় বিশ্বব্যাপী ইসরাইল বিরোধী ক্ষোভ ও ঘৃণা বাড়ছে
(last modified Tue, 11 Jun 2024 11:08:58 GMT )
জুন ১১, ২০২৪ ১৭:০৮ Asia/Dhaka
  • গাজায় গণহত্যা চলতে থাকায় বিশ্বব্যাপী ইসরাইল বিরোধী ক্ষোভ ও ঘৃণা বাড়ছে

ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের ক্ষোভ ও ইসরাইল বিরোধী ঘৃণা প্রকাশ অব্যাহত রয়েছে।

স্পেনের বিলবাও শহরের জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে।

আল-আরাবি টিভি চ্যানেল এক প্রতিবেদনে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে নেদারল্যান্ডসের রটারডাম শহরে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভের ছবি প্রকাশ করেছে।

'আল-আকসা তুফান' নামে একটি টেলিগ্রাম চ্যানেল গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে মরক্কোর ওজদা,আল-মোহাম্মাদিয়াহ এবং মরক্কো শহরে একটানা তৃতীয় রাতের বিক্ষোভের ছবি প্রকাশ করেছে। বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে, সরকার, জনগণ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো নিন্দা ও ক্ষোভে ফেটে পড়েছে।

গত প্রায় ৭৫ বছরেরও বেশি সময় ধরে,ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনি জনগণ তাদের নুন্যতম অধিকার থেকেও বঞ্চিত হয়েছে।

গত ৭ অক্টোবর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরাইল গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা শুরু করে এবং এখনো তা অব্যাহত রয়েছে। এ হামলায় এ পর্যন্ত ৩৭  হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ