জুন ১৫, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • গ্যালিলিতে আমরা হিজবুল্লাহর কাছে পরাজিত হয়েছি: সাবেক ইসরাইলি জেনারেল

লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করেছেন একজন সাবেক ইসরাইলি সেনা কমান্ডার। তিনি বলেছেন, লেবাননের সঙ্গে ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠা করেছে হিজবুল্লাহ।

ইসরাইলের সেনাবাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল ইফতাহ রন-তাল শুক্রবার এ মন্তব্য করেন। তিনি বলেন, লেবানন সীমান্তবর্তী ইসরাইলের গ্যালিলি অঞ্চলের ওপর তেল আবিব নিয়ন্ত্রণ হারিয়েছে। সেইসঙ্গে উত্তর সীমান্তের একটি শহর সম্পূর্ণ খালি করে দিয়েছে ইসরাইলি অভিবাসীরা।

সাবেক এই ইসরাইলি জেনারেল বলেন, হিজবুল্লাহ এখন ইসরাইলের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।  তিনি বলেন, “দক্ষিণ লেবাননের পরিবর্তে হিজবুল্লাহর নিরাপত্তা অঞ্চল এখন উত্তর ইসরাইলে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গ্যালিলি অঞ্চলে পরাজিত হচ্ছি। সেখানকার বেশিরভাগ মানুষই আর তাদের ঘরবাড়িতে ফিরে যাবে না।”

জেনারেল রন-তাল বলেন, “আমি গতকাল কিরিয়াত শমোনা শহরে গিয়েছিলাম। সেটি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। এটি এখন একটি পর‍িত্যক্ত যুদ্ধাঞ্চল। সেখানে আপনি পশু-পাখি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। সেখানে গেলে আপনার কান্না চলে আসবে।”

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরাইল। এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহও প্রায় প্রতিদিন ইসরাইলি অবস্থানগুলোতে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আগুন ধরে যায়।

হিজবুল্লাহর রকেট হামলা শুরু হওয়ার পর থেকে ইসরাইলের উত্তরাঞ্চল থেকে ৭০ হাজারের বেশি অধিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে মধ্যাঞ্চলে পালিয়ে গেছে। ফলে ইসরাইলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ইহুদিবাদী সরকার এখন পর্যন্ত বহুবার লেবাননে আগ্রাসন চালানোর হুমকি দিলেও তা কার্যে পরিণত করতে পারেনি। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননে স্থল অভিযান চালালে ইসরাইলকে এমন জাহান্নামে পাঠানো হবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৫

ট্যাগ