সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন: ইরান ও বাংলাদেশে আগামীকাল
https://parstoday.ir/bn/news/event-i138684-সৌদি_আরবসহ_বিভিন্ন_দেশে_ঈদুল_আজহা_উদযাপন_ইরান_ও_বাংলাদেশে_আগামীকাল
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং এশিয়া, ইউরোপ. অস্ট্রেলিয়া ও আফ্রিকায় আজ (রোববার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তবে ইরান, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ অনেক দেশেই ঈদ উদযাপিত হবে আগামীকাল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৬, ২০২৪ ১৪:৪৫ Asia/Dhaka
  • সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন: ইরান ও বাংলাদেশে আগামীকাল

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং এশিয়া, ইউরোপ. অস্ট্রেলিয়া ও আফ্রিকায় আজ (রোববার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তবে ইরান, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ অনেক দেশেই ঈদ উদযাপিত হবে আগামীকাল।

আজ ফজরের নামাজের পরপরই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ১২ হাজার মসজিদে ঈদ-উল আজহার নামাজ আদায় করেন ১৮ লক্ষাধিক হাজি। এরপর পশু কোরবানির মধ্যদিয়ে ঈদুল আজহা উদ্‌যাপন করেন তারা। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, কুয়েত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, ওমান,  ইরাক, মিশর ও লিবিয়ায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশ এবং আমেরিকা-ইউরোপ-আফ্রিকার বহু দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

প্রতি বছর আরবি মাস জিলহজ মাসে ঈদুল আজহা উদ্‌যাপন করা হয়ে থাকে। এটি ইসলামি পঞ্জিকার সবশেষ মাস। এ মাসে সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করেন। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে কোরবানির ঈদ উদ্‌যাপন করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬