আগামী মাসে শুনানি
জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ড: মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার সাথে জড়িত থাকার জন্য মার্কিন সরকার এবং দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
তেহরান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান আলী আল-গাসি মেহের আজ (রোববার) একথা ঘোষণা করেন। তিনি জানান, আগামী মাসে অভিযুক্তদের বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হবে।
আলী আল-গাসি বলেন, দীর্ঘদিন ধরে ১২ হাজার পৃষ্ঠার তথ্যপ্রমাণ সংগ্রহ করার পর ৭৩ জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ১৬৪ পৃষ্ঠার এই অভিযোগ দায়ের করা হয়েছে। তেহরানের ফৌজদারি আদালত-১ এ এই বিচারকার্য অনুষ্ঠিত হবে।
মামলার সাথে সংশ্লিষ্ট মার্কিন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদেরকে এ বিষয়ে নোটিশ দেয়া হয়েছে এবং তাদেরকে আইনজীবী নিয়োগ করার কথা বলা হয়েছে।
আল-গাসি আরো উল্লেখ করেন যে, ইরানি জাতির বিরুদ্ধে অপরাধের জন্য মার্কিন সরকার এবং তার মিত্রদের বিরুদ্ধে যে মামলা চলছে তার মধ্যে এটি একটি।
২০২০ সালের ৩ জানুয়ারি জেনারেল সুলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করা হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডের অনুমতি দেন এবং পরে তিনি গর্বভরে সেকথা স্বীকার করেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৩