নর্থ লাস ভেগাসে গোলাগুলি; নিহত ৫, সন্দেহভাজন হামলাকারীর আত্মহত্যা 
https://parstoday.ir/bn/news/event-i139046-নর্থ_লাস_ভেগাসে_গোলাগুলি_নিহত_৫_সন্দেহভাজন_হামলাকারীর_আত্মহত্যা
আমেরিকায় আবারো ভয়াবহ বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ১৩ বছর বয়সী এক কিশোরী মারাত্মকভাবে আহত হয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৭, ২০২৪ ১০:২১ Asia/Dhaka
  • নর্থ লাস ভেগাসে গোলাগুলি; নিহত ৫, সন্দেহভাজন হামলাকারীর আত্মহত্যা 

আমেরিকায় আবারো ভয়াবহ বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ১৩ বছর বয়সী এক কিশোরী মারাত্মকভাবে আহত হয়েছে। 

গোলাগুলির পর পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন হামলাকারী ৪৭ বছর বয়সী এরিক অ্যাডামস গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। নর্থ লাস ভেগাস পুলিশ বিভাগ জানিয়েছে, একটি আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

মঙ্গলবার সকালের দিকে এরিক অ্যাডামস আত্মহত্যা করেন। তার আগের রাতে তিনি বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবনে ঢুকে গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেন।

সকালের দিকে নর্থ লাস ভেগাসের আইন-শৃংখলা বাহিনীকে অ্যাডামসের সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য দেয়া হয়। এরপর অভিযানে নামে পুলিশ। পুলিশের অভিযানের মুখে এরিক অ্যাডাম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশ তাকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিলেও তিনি তা অগ্রাহ্য করেন এবং এক পর্যায়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। 

এরিক অ্যাডামস নর্থ লাস ভেগাসের অ্যাপার্টমেন্টে যে হত্যাকাণ্ড চালিয়েছেন সেখান থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে যাদের বয়স ৪০ এবং ৫০ বছর। পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ না জানিয়ে বরং একে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৭